আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি — বক্তা কে? তার এমন কথা বলার কারণ কী ছিল? - Online story

Friday, 16 January 2026

আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি — বক্তা কে? তার এমন কথা বলার কারণ কী ছিল?

 



প্রশ্ন:  *আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি — বক্তা কে? তার এমন কথা বলার কারণ কী ছিল?

উত্তর- সাহিত্যিক মতি নন্দীর ‘কোনি' উপন্যাসে আলোচ্য উক্তিটির বক্তা

হলেন বালিগঞ্জ সুইমিং ক্লাবের ট্রেনার ও হিয়া মিত্রের কোচ প্রণবেন্দু বিশ্বাস।


|| |ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা মহিলা সাঁতারু দল নির্বাচনের সভায় প্রণবেন্দু আলোচ্য উক্তিটি করেছিলেন। এ কথা বলার কারণগুলি হল-

কোনির অপ্রতিহত প্রতিভা সম্পর্কে

জ্ঞান : ক্ষিতীশের বিরোধী গোষ্ঠীর বিভিন্ন ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা কোনির সামনের সব পথ একে একে বন্ধ করে দিচ্ছিল। এমনকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাংলা দলে তার স্থান পাওয়াও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু প্রণবেন্দু বিশ্বাস এর প্রতিবাদ করেন। ইতিপূর্বে তিনি কোনির সাঁতার দেখেছেন। একজন প্রশিক্ষক হিসেবে ক্ষিতীশের মতো তিনিও কোনির অপ্রতিহত প্রতিভাকে চিনতে পেরেছিলেন।

বাংলার প্রতি ভালোবাসা: কোনিকে বাংলা দলে রাখলে যে আখেরে রাজ্যেরই লাভ হবে, এটা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, ‘স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউই নেই।


কোনির প্রতি বিশ্বাস: কোনি দলে থাকলে যে বাংলা * কাছ থেকে চ্যাম্পিয়নশিপ  ছিনিয়ে আনতে পারবে, সেই বিশ্বাসও তাঁর ছিল। তাই কোনিকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রণবেন্দু অন্যায়ের প্রতিবাদ করায় ধীরেন ঘোষ প্রমুখর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। শেষপর্যন্ত কোনিকে না-নিলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের প্রত্যাহার করে নেওয়ার কথাও তিনি জানিয়ে দেন। তাঁর এই কৌশলেই কোনি বাংলা দলে সুযোগ পায়।