এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কোনি গল্প|| দশম শ্রেণী
প্রশ্ন 'এটা বুকের মধ্যে পুষে রাখুক ? - কী পুষে রাখার কথা বলা হয়েছে। কী কারণে এই পুষে রাখা ?
উত্তর/ মতি নন্দীর 'কোনি' উপন্যাসে হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশ
পুষে রাখার কথা বলা হয়েছে।
|| পুষে রাখার কারণ : দরিদ্র পরিবারের মেয়ে কোনি দাদার কাছে প্রতিজ্ঞা করেছিল রবীন্দ্র সরোবরের প্রতিযোগিতায় প্রথম হবে। কিন্তু সঠিক প্রশিক্ষণ না পাওয়ায় কোনি হিয়া মিত্রের কাছে পরাজিত হয় এবং সে তার মৃত্যুপথযাত্রী দাদাকে দেওয়া কথা রাখতে পারে না। ছোটো থেকে কোনির মনে এই ধারণা বদ্ধমূল ছিল 'বড়োলোকেরা গরিবদের ঘেন্না করে। তাই হিয়ার কাছে এই পরাজয় সে মন থেকে মেনে নিতে পারে না। হিয়ার প্রতি তার এই বিতৃষ্ণা ও প্রতিশোধস্পৃহাকে কাজে লাগিয়ে ক্ষিতীশ তাকে উদ্বুদ্ধ করতে চাইতেন। চিড়িয়াখানায় হিয়ার জল প্রত্যাখ্যান করার ঘটনাকে অন্যভাবে পরিবেশন করে কোনির মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা তৈরি করেন ক্ষিতীশ। ক্ষিতীশ সচেতনভাবেই তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে হিয়ার।প্রতি কোনির হিংস্র এই আক্রোশকে তীক্ষ্ণ করতে চাইতেন। কারণ তিনি জানতেন ওটা কোনির বুকে সজ্জিত থাকলেই আসল সময়ে জলের মধ্যে তা অগ্ন্যুৎপাত ঘটাবে।
