প্রার্থনা কবিতার উৎস সহ কবির কোন মানসিকতা প্রকাশ পেয়েছে আলোচনা করো‌। দ্বাদশ শ্রেণী বাংলা। প্রার্থনা কবিতা - Online story

Thursday, 1 January 2026

প্রার্থনা কবিতার উৎস সহ কবির কোন মানসিকতা প্রকাশ পেয়েছে আলোচনা করো‌। দ্বাদশ শ্রেণী বাংলা। প্রার্থনা কবিতা

 



প্রশ্ন:  "প্রার্থনা কবিতার উৎস লিখে এই কবিতায় কবির কোন মানসিকতার প্রকাশ ঘটেছে আলোচনা করো।


উত্তর : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৈবেদ্য' কাব্যগ্রন্থ থেকে 'প্রার্থনা' কবিতাটি গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত বলা যায় যে, 'নৈবেদ্য' কাব্যের ৭২ নং কবিতা হল 'প্রার্থনা"।

প্রাচীন ভারতের শিক্ষাচিন্তার আদর্শে আস্থাশীল ছিলেন কবিগুরু। তারই প্রতিফলন ঘটেছে 'প্রার্থনা' কবিতায়। কবির মতে বর্তমান ভারতবাসী আবদ্ধ হয়ে পড়েছে সংকীর্ণ চেতনা, ভ্রান্ত বিশ্বাস ও আচার সর্বস্বতায়। ফলে তারা অবনতশির আর গণ্ডিবদ্ধ জ্ঞানচর্চায় অভ্যস্ত হয়ে পড়েছে। অলস মনোভাব আর কর্মবিমুখতা তাদের গ্রাস করেছে। বিবেকবোধহীন, বিচারবিবেচনাহীন হচ্ছে তারা। তাই সর্বকর্ম নিয়ামক ঈশ্বরের কাছে কবির প্রার্থনা—ঈশ্বর যেন মানসিক দুর্বলতা, ভীরুতা, সংকীর্ণতা থেকে ভারতবাসীকে মুক্ত করেন। কবির এমন প্রার্থনা থেকে ভারতবাসীর প্রতি কবির আত্মিকতা, মর্মবেদনা এবং একই সঙ্গে তাঁর ঈশ্বরবিশ্বাসী মনোভাবের প্রকাশ ঘটেছে।