প্রার্থনা কবিতাটি উৎস সহ কবিতাটি রচনাকালীর পরিচয় দাও । দ্বাদশ শ্রেণী বাংলা। প্রার্থনা কবিতা - Online story

Tuesday, 23 December 2025

প্রার্থনা কবিতাটি উৎস সহ কবিতাটি রচনাকালীর পরিচয় দাও । দ্বাদশ শ্রেণী বাংলা। প্রার্থনা কবিতা

 



প্রশ্ন: ‘প্রার্থনা' কবিতাটির উৎ সসহ কবিতাটির রচনাকালের পরিচয় দাও।

উত্তর :‘প্রার্থনা' কবিতাটির উৎস হল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নৈবেদ্য' কাব্যগ্রন্থ। উক্ত কাব্যের ৭২ নং কবিতার প্রথম চরণ 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।' এই ৭২ নং কবিতাই 'প্রার্থনা' শীর্ষনামে পাঠ্যাংশে সংকলিত হয়েছে।
‘প্রার্থনা' কবিতাসহ ‘নৈবেদ্য' কাব্যের সকল কবিতাই ১৮৯৯ খ্রিস্টাব্দ থেকে ১৯০১ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের মধ্যে রচিত হয়েছে।

প্রশ্ন: 'নৈবেদ্য' কাব্যটি কবে প্রকাশিত হয় এবং কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছিল?
উত্তর : ‘নৈবেদ্য” কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছে ১৩০৮ বঙ্গাব্দের আষাঢ় মাসে (১৯০১ খ্রিস্টাব্দে)। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 'নৈবেদ্য' কাব্যটি উৎসর্গ করেছিলেন তাঁর পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে।