দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হচ্ছে না।- কার ঘুম হচ্ছে না ? তার ঘুম না হওয়ার কারণ কি? স্বর্ণপর্ণী গল্প || নবম শ্রেণী - Online story

Saturday, 25 October 2025

দুশ্চিন্তায় রাতে আমার ঘুম হচ্ছে না।- কার ঘুম হচ্ছে না ? তার ঘুম না হওয়ার কারণ কি? স্বর্ণপর্ণী গল্প || নবম শ্রেণী

 



প্রশ্ন:- ‘দুশ্চিন্তায় রাত্রে আমার ঘুম হচ্ছে না—কার ঘুম হচ্ছে না? তার ঘুম না-হওয়ার কারণ কী?

উত্তর ::- নাৎসি বাহিনীর ব্ল্যাকশার্ট এরিখ ফ্রোমের ঘুম হচ্ছে না। এই এরিখ ফ্রোমই প্রোফেসর শঙ্কুকে নরবার্ট স্টাইনারের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল।

ব্ল্যাকশার্ট এরিখ ফ্রোমের ঘুম না-হওয়ার কারণ হল তার অসুস্থতা। একমাস ধরে তার এমন এক অসুখের সূত্রপাত হয়েছে, যার ফলে তার চাকরি না-থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে। অসুখটির নাম মৃগীরোগ, ইংরেজিতে যাকে বলে এপিলেপসি। এ এক বিশ্রী রোগ। এর আচমকা আক্রমণে মানুষ দাঁত-মুখ খিঁচিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এক মাসের মধ্যে তিন-তিনবার এই রোগে আক্রান্ত হয়েছে এরিখ। ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছে সে। কিন্তু ডাক্তারের মতে অসুখ সারতে তার বেশ সময় লাগবে। এমন অবস্থায় অত্যন্ত কাতরভাবে সে শঙ্কুর কাছে তার সর্বরোগনাশকর  মিরাকিউরলের বড়ি প্রার্থনা করেছে। ব্ল্যাকশার্টের এই দশা দেখে মায়াবশত শঙ্কু শিশি থেকে তাকে প্রথমে দুটো এবং পরে তার রয়েে অনুরোধে আরও দুটো অর্থাৎ মোট চারটে মিরাকিউরলের বড়ি দেন।