পাপ কখনো চাপা থাকে না ।- কোন প্রসঙ্গে এই উক্তি ? এই উক্তির তাৎপর্য কি ? সিরাজ দৌলো নাটক || দশম শ্রেণী
প্ৰশ্ন:; ‘পাপ কখনও চাপা থাকে না। কোন্ প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির তাৎপর্য কী?
উত্তর নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা' নাট্যাংশে ষড়যন্ত্রে ও মিথ্যা কলঙ্ক-অপবাদে ক্ষতবিক্ষত এক নবাবের যন্ত্রণাদায়ক ছবি আমরা ফুটে উঠতে দেখি।
সিরাজ নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খণ্ডন করে, যখন নবাব হিসেবে তাঁর অনাচারের খতিয়ান জানতে চান, তখন রাজবল্লভ প্রশ্নোত
উক্তিটি করেছিলেন।
[] রাজবল্লভ ছিলেন সিরাজদ্দৌলার বড়োমাসি ঘসেটি বেগমের দেওয়ান। ঘসেটির প্রিয়পাত্র ছিলেন না সিরাজ। তাই ঘসেটি সিরাজকে সরিয়ে পূর্ণিয়ার শাসনকর্তার পুত্র শওকতজঙ্গকে বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন। এই ষড়যন্ত্র ব্যর্থ করতে সিরাজ মতিঝিলের প্রাসাদে ঘসেটিকে অবরুদ্ধ করে নজরবন্দি করে রাখেন। সেইসঙ্গে ঘসেটির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং পূর্ণিয়ার যুদ্ধে শওকতজাকে পরাজিত ও নিহত করেন। এখানে ‘পাপ' বলতে রাজবল্লভ এসব ঘটনার প্রতিই অর্থপূর্ণ ইঙ্গিত করেছেন।
