এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।- বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন ? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? || সিরাজদৌলা নাটক || দশম শ্রেণী - Online story

Tuesday, 23 September 2025

এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো।- বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন ? তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? || সিরাজদৌলা নাটক || দশম শ্রেণী

 


প্রশ্ন :-'এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যগ করো। -বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন। তাকে দরবার ত্যগ করতে বলার কারণ কী?
অথবা, 'এই মুহূর্তে তুমি আমার দরবার ত‍্যাগ করো।'- কে, কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন। তাঁর এরুপ কথা বলার কারণ বিশ্লেষণ করো। 

উত্তর - শচীন্দ্রনাথ সেনগুপ্তের নাট্যাংশ 'সিরাজদ্দৌলা'-র কেন্দ্রীয় চরিত্র নবাব সিরাজ তাঁর রাজদরবারে কোম্পানির নিয়োজিত ইংরেজ রাজকর্মচারী ওয়াটসকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছিলেন।
| বাংলার মসনদে তরুণ নবাব সিরাজ আসীন হওয়া থেকেই ইংরেজরা নবাবের অন্য শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে ব্যতিব্যস্ত করে তুলছিল। সহ্যের সীমা ছাড়ালে সিরাজ কলকাতা আক্রমণ করে জয়ী হন এবং কলকাতার নতুন নামকরণ করেন আলিনগর। কিছুদিনের মধ্যেই ইংরেজরা কলকাতা পুনরুদ্ধার করে আলিনগরের সন্ধি করে। সন্ধির শর্ত রক্ষার্থে কোম্পানি নবাবের দরবারে ওয়াটসকে নিযুক্ত করে। ওয়াটস নবাবের দরবারে থেকে নবাবের সভাসদদের তাঁর বিরুদ্ধে উত্তেজিত করেন এবং কলকাতায় ইংরেজদের নবাবের আদেশ লঙ্ঘনে উৎসাহ দেন। এ কথা নবাবের অজানা নয়। প্রমাণ হিসেবে নবাব ওয়াটসনের ও ওয়ার্টসের চিঠি দরবারে পেশ করান যেখানে ষড়যন্ত্রের ছবি স্পষ্ট। ওয়ার্টস
নবাবের কাছে বলেন 'Punish me' এবং 'I can only say that I have done my duty'-এতেই নবাব উত্তেজিত হয়ে কথাগুলি বলেন।