'ক্ষিদ্দা এবার আমরা কি খাব?"- বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? কোনি গল্প || দশম শ্রেণী - Online story

Thursday, 4 September 2025

'ক্ষিদ্দা এবার আমরা কি খাব?"- বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? কোনি গল্প || দশম শ্রেণী

 



প্রশ্ন :-  ‘ক্ষিদ্দা, এবার আমরা কী খাব?—বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন? 

উত্তর : বিখ্যাত ক্রীড়াসাংবাদিক ও সুসাহিত্যিক মতি নন্দীর ‘কোনি’ উপন্যাসের নামাঙ্কিত চরিত্র কোনি আলোচ্য উদ্ধৃতাংশটির বক্তা।
II কোনির মতো হতদরিদ্র মেয়েকে চ্যাম্পিয়ন বানানোর জন্য যে-অর্থের প্রয়োজন তা ক্ষিতীশের পক্ষে জোগান দেওয়া সম্ভব ছিল না। দরিদ্র পরিবারেরয়মেয়ে কোনির শরীরে অপুষ্টির ছাপ স্পষ্ট। সাঁতারের জন্য প্রয়োজনীয় শক্তি যেসব খাদ্য থেকে আসে তার জোগান দেওয়া পরিবারের পক্ষে সম্ভব ছিল না। তাই সব দায়িত্ব ক্ষিতীশকে নিতে হয়েছিল। তাই তাঁকে বিকল্প আয়ের পথ খুঁজতে হয়।

ক্ষিতীশ শুধু এখানেই থেমে থাকেনি, ছিট কাপড় কাটার কাজে কোনির মাকেও যুক্ত করে সাংসারিক অভাবমোচনের চেষ্টা করেছিলেন; এমনকি কোনিকেও তিনি স্ত্রী লীলাবতীর কাছে চল্লিশ টাকা মাইনের কাজ জুটিয়ে দিয়েছিলেন। ক্ষিতীশ জানতেন পরিবারে অন্যান্যরা অভক্ত থাকলে কোনিকের সাঁতারের মনোনিবেশ করতে পারবেন না। এসবের মধ্য দিয়ে আমরা ক্ষিতীশকে একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে প্রতিভাত হতে দেখি।