"ক্ষিতিশের একটা হাত তোলা । চোয়াল শক্ত । -- ক্ষিতীশের এরকম প্রতিক্রিয়ার কারণ কি? কোনি গল্প || দশম শ্রেণী - Online story

Thursday, 28 August 2025

"ক্ষিতিশের একটা হাত তোলা । চোয়াল শক্ত । -- ক্ষিতীশের এরকম প্রতিক্রিয়ার কারণ কি? কোনি গল্প || দশম শ্রেণী

 


প্রশ্ন :-"ক্ষিতীশের একটা হাত তোলা। চোয়াল শক্ত।"-ক্ষিতীশ সিংহের এরকম প্রতিক্রিয়ার কারণ কী?
উত্তর/ প্রখ্যাত ক্রীড়াসাংবাদিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসের অন্যতম চরিত্র ক্ষিতীশ সিংহ তাঁর দীর্ঘ পঁয়ত্রিশ বছরের সম্পর্কযুক্ত জুপিটার
ক্লাব ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ক্লাবের অন্যান্য সদস্যে কারণে। কিন্তু ক্লাবের সঙ্গে ক্ষিতীশের ছিল নাড়ির সম্পর্ক। অপমান মেনে নিয়েও তিনি জুপিটার সুইমিং ক্লাবে গিয়েছিলেন কোনিকে ভরতি করানোর জন্য। বিশ্বাস ছিল তাঁর কথা ফেলবে না জুপিটার ক্লাব। কিন্তু হরিচরণ, ধীরেন ঘোষ, প্রফুল্লরা কোনিকে ভরতি নিতে রাজি হয় না।  এমন পরিস্থিতিতে কোনিকে সাঁতার শেখানোর জন্য  দৃঢ়প্রতিজ্ঞ ক্ষিতীশ তার শত্রু ক্লাব অ্যাপোলোতে গিয়ে ভরতি করেন। কিন্তু ক্ষিতিশের মনের অসম্ভব কষ্ট- যন্ত্রণার কারণে সারারাত ঘুম হয় না। সকালবেলায় সঙ্গী ভেলো উত্তেজিত হয়ে এসে বলে যে, ক্ষিতীশ যা করেছেন একেবারে ঠিক কাজ করেছেন। জুপিটারকে শায়েস্তা করা দরকার। সেইসঙ্গে সে আরও বলে- 'বুঝলে ক্ষিদ্দা, তুমি শুধু ওই নাড়ির সম্পর্ক-টম্পর্কগুলো একটু ভুলে যাও...। এ কথা শুনে ক্ষিতীশের চোয়াল শক্ত হয়ে যায়, এবং সে হাত তুলে ফেলেন ভেলোকে প্রহারের জন্য। এমন প্রতিক্রিয়ার কারণ:;
(১) অতীত সম্পর্ক ভুলতে না-পারা : জুপিটার ক্লাবের সঙ্গে ছিল ক্ষিতীশে নাড়ির সম্পর্ক, তাই সেই সম্পর্কের বিরুদ্ধ কথায় তিনি ক্রুদ্ধ হন।
(২) প্রতিশোধস্পৃহা না-থাকা : অধিক ভালোবাসা হেতু এত অপমানের পরেও ক্ষিতীশ জুপিটার ক্লাবের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি।
(৩) শত্রু ক্লাব অ্যাপোলোতে না-যেতে চাওয়া : ক্ষিতীশ শত্ৰু ক্লাব অ্যাপোলোর যোগ দিতে চাননি, শুধু চেয়েছিলেন কোনিকে ভরতি করে তাকে ট্রেনিং করাতে। অ্যাপোলোর ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জোকে তাই তিনি বলেছিলেন, অ্যাপোলো কোনোদিনই তাঁর ক্লাব হবে না।