'বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরে একটি লোক'- বিষ্টুধরের পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ কর। কোনি গল্প ৷৷ দশম শ্রেণী
প্রশ্ন :- 'বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক'- বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো।
উত্তর-বনেদি বংশের আই এ পাস করা ছেলে বিষ্টুচরণ হল পাড়ার সকলের কাছেবেষ্টাদা বলে পরিচিত। তিনি বনেদিয়ানা ও অর্থের জন্য পাড়ায় বেশ মান্যগণ্য। বিষ্টুচরণের সাতটা বাড়ি, বড়োবাজারে ঝাড়ন মশলার বিশাল ব্যাবসা। বর্তমানে তিনি ভোটে দাঁড়াবার একটা গোপন সদিচ্ছা মনে মনে পোষণ করে পাড়ার যে-কোনো খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করে থাকেন এবং নানানভাবে আর্থিক সাহায্যও করেন।
II বারুণীর দিন এই বিন্টু ধর যখন গঙ্গার ঘাটে উপুড় হয়ে মালিশ উপভোগ করছে, তখন সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা নিয়ে ক্ষিতীশ সিংহ ওরফে ক্ষিদ্দা সেদিকে পিটপিট করে তাকিয়ে মুচকি হাসছিলেন। বেষ্টাদা ভালোভাবেই বোঝে, এ হাসির কারণ তার শরীরের আয়তন। বাচ্চা ছেলেরাও এমন হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে হয় ছিপছিপে হতে। কিন্তু একটা বয়স্ক লোকও তাকে দেখে হাসছে দেখে সে বিরক্ত হয়েছিল।