"মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন"-- কে কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কি লেখা ছিল ? সিরাজদৌল্লা নাটক || অংশ দশম শ্রেণী - Online story

Friday, 22 August 2025

"মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন"-- কে কাকে পত্র লিখেছিলেন ? এই পত্রে কি লেখা ছিল ? সিরাজদৌল্লা নাটক || অংশ দশম শ্রেণী

 



প্রশ্ন:- "মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদের বুঝিয়ে দিন।"- কে কাকে পত্র লিখেছিলেন। এই পত্রে কী লেখা ছিল। 

উত্তর-শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা 'সিরাজদ্দৌলা' নাট্যাংশে অ্যাডমিরাল ওয়ার্টসন সিরাজের উদ্দেশ্যে যে পত্র লিখেছিলেন, সেই পত্র দেখার পর স্বয়ং সিরাজ তাঁর রাজদরবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রেরিত প্রতিনিধি ওয়ার্টসের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন।
৷৷ আলিনগরের সন্ধির শর্ত রক্ষার্থে তাঁর দরবারে নিয়োজিত ওয়াটস ও কোম্পানির নৌসেনাপতি ওয়াটসনের মধ্যে চক্রান্তপূর্ণ যে-দুটি চিঠির আদানপ্রদান হয়েছিল তা নবাবের হস্তগত হয়। উদ্ধৃত অংশে ওয়াটসনের চিঠিটির কথা বলা হয়েছে। সেখানে চিঠির শেষের দিকে আয়েকটি স্থানে চক্রান্তের স্পষ্ট বার্তা পাওয়া যায়। নবাবের আদেশে মুনশি অনুবাদ করে বা শোনায় তার সারমর্ম হল, ক্লাইভের পাঠানো সৈন্য শীঘ্রই কলকাতায় পৌঁছোবে। সেনাপতি ওয়াটসন খুব শীঘ্রই মাদ্রাজে জাহাজ পাঠাবেন এবং কলকাতায় আরও সৈন্য ও জাহাজ পাঠানোর কথা জানাবেন। তাঁর উদ্যাগে বাংলায় আগুন জ্বলে উঠবে। অতএব এই চিঠির মূল উদ্দেশ্য সৈন্য সমাবেশ ঘটিয়ে বাংলা দখল।