°খাওয়া-দাওয়া আমার লোভ নেই। ডায়েটিং করি।, বক্তাকে? তার ডায়েটিংএর পরিচয় দাও।|| কোনির গল্প - Online story

Tuesday, 19 August 2025

°খাওয়া-দাওয়া আমার লোভ নেই। ডায়েটিং করি।, বক্তাকে? তার ডায়েটিংএর পরিচয় দাও।|| কোনির গল্প

 


প্রশ্ন:;'খাওয়ায় আমার লোভ নেই। ডায়েটিং করি। বক্তা  কে? তার ডায়েটিং-এর পরিচয় দাও।
উত্তর:- প্রখ্যাত সাহিত্যিক মতি নন্দীর লেখা 'কোনি' উপন্যাস থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতাংশের বক্তা হল বিশাল কলেবরের অধিকারী বিষ্টুচরণ ধর।
আগে যেখানে সে জলখাবারে প্রতিদিন কুড়িটা লুচি ও আধকিলো ক্ষীর খেত এখন তা নেমে এসেছে পনেরোটা লুচি ও তিনশো গ্রাম ক্ষীরে। দুপুরে আড়াইশো গ্রাম চালের ভাতের সঙ্গে চার চামচ ঘি। বিকেলে দু-গ্লাস মিছরির শরবতের সঙ্গে কড়াপাকের সন্দেশ চারটে। রাতের খাবার বলতে
বারোটা রুটি। মাছ-মাংস অবশ্য খায় না, কারণ তার বাড়িতে রাধাগোনিদের বিগ্রহ আছে।