জোয়ার ভাটা এবং ষাঁড়াষাঁড়ির বান বলতে কী বোঝো?
![]() |
প্রশ্ন -জোয়ারভাটা বলতে কী বোঝ?
উত্তর- সাগর-মহাসাগরের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় স্ফীত হয় বা ফুলে ওঠে এবং অন্য জায়গায় অবনমিত হয় বা
নেমে যায়। এই স্ফীতি বা ফুলে ওঠাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বলা হয় ভাটা। সৃষ্টির কারণ: প্রধানত পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল এবং পৃথিবীর আবর্তন গতি জনিত কেন্দ্রাতিগ বলের প্রভাবে সাগর-মহাসাগরের জলরাশিতে এই জোয়ারভাটার সৃষ্টি হয়।
প্রশ্ন - ষাঁড়াষাঁড়ির বান কাকে বলে ?
উত্তর-বর্ষাকালে ভরা কোটালের দিন ভাগীরথী-হুগলি নদীর গুটিপথের বিপরীত দিক থেকে ভীষণ গর্জন করে যে প্রবল বান ভাসে,তাকে ষাঁড়াষাঁড়ির বান বলে।
বৈশিষ্ট্য: (১) এই বান কখনো কখনো 6-8 মিটার উঁচু হয়।
(২) এই বান যখন আসে তখন নদীর স্বাভাবিক স্রোতের বিপরীতে বা উজানের দিকে ছুটে আসা জোয়ারের জলস্রোতের সঙ্গে স্ফীত ভাগীরথী-হুগলির স্বাভাবিক জলস্রোতের সংঘর্ষ হওয়ার জন্য দ্বন্দ্বরত দুটি ষাঁড়ের গর্জনের মতো ভীষণ আওয়াজ সৃষ্টি হয়। তাই ষাঁড়াষাঁড়ির বান বলা হয়।