সিজিগি অবস্থান এবং সংযোগ প্রতিযোগ অবস্থান সম্পর্কে যা জানো লেখো
প্রশ্ন- সি জি গি সম্বন্ধে যা জান লেখো।
উত্তর :-
ধারণা -পৃথিবী চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটি সলেখায় অবস্থান করে তখন সেই অবস্থান সিজিগি নামে পরিচিত
প্রকারভেদ: এই অবস্থানকে দুটি বিভাগে ভাগ করা হয়-
(1)সংযোগ অবস্থান এবং (2)প্রতিযোগ অবস্থান।
প্রশ্ন:-  প্রতিযোগ ও সংযোগ অবস্থান বলতে কী বোঝ ?
উত্তর:- → প্রতিযোগ অবস্থান : পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে পৃথিবী অবস্থান করে। এই দিন সূর্য, পৃথিবী ও চাঁদের কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করে বলে এই অবস্থানকে প্রতিযোগ অবস্থান বলা হয়।
→ সংযোগ অবস্থান : অমাবস্যা তিথিতে সূর্য ও চাঁদ পৃথিবীর একই দিকে অবস্থান করে। এই দিন সূর্য, চাঁদ ও পৃথিবীর কেন্দ্রবিন্দু একই
সরলরেখায় অবস্থান করায় এই অবস্থানকে সংযোগ অবস্থান বলা হয়।
প্রশ্ন;;- চান্দ্র জোয়ার কাকে বলে ?
উত্তর-
 সংজ্ঞা: পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীপৃষ্ঠের যে অংশ চাঁদের সামনে আসে সেই অংশে চাঁদের আকর্ষণ সবচেয়ে বেশি কার্যকারী হয়। তাই সেই অংশে পৃথিবীর জলরাশি সবচেয়ে বেশি ফুলে উঠে জোয়ারের সৃষ্টি করে, এই জোয়ারকে চান্দ্র জোয়ার বলে।
