পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য কি
প্রশ্ন :- পেরিজি ও অ্যাপোজির মধ্যে পার্থক্য লেখো।
উত্তর;-অ্যাপোজির মধ্যে পার্থক্য:
 পেরিজি ও অ্যাপোজির মধ্যে প্রধান পার্থক্যগুলি হল-
পেরিজি >  অ্যাপোজি
পৃথিবীকে পরিক্রমণকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম হয়, তখন তাকে পেরিজি বা অনুসূর অবস্থান বলে।
> পৃথিবীকে পরিক্রমণকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি হয়, তখন তাকে অ্যাপোজি বা অপসূর অবস্থান।
দূরত্ব:- পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় 3লক্ষ 56 হাজার কিমি।
> অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দুরত্ব হয় 4 লক্ষ 7 হাজার কিমি।
 সৃষ্ট জোয়ার - পেরিজি জোয়ার বা অনুভূ
জোয়ার নামে পরিচিত।
> অ্যাপোজি অবস্থানে সৃষ্ট জোয়ার অ্যাপোজি জোয়ার বা অপভূ জোয়ার নামে পরিচিত।
জোয়ারের তীব্রতা:- চাঁদের আকর্ষণ বেশি হওয়ায় এই সময়  স্বাভাবিক সময়ের তুলনায় 15 থেকে 20 শতাংশ বেশি হয়।
> চাঁদের আকর্ষণ কম হওয়ায় এই সময়  স্বাভাবিক সময়ের তুলনায় 15 থেকে 20 শতাংশ কম হয়।
চাঁদের আকার:- পৃথিবী থেকে চাদের দূরত্ব কম থাকে বলে পৃথিবী থেকে এই সময় চাঁদকে 14 শতাংশ বড়ো এবং প্রায় 25 গুণ উজ্জ্বল দেখায়।
> পৃথিবী থেকে চাদের দূরত্ব বেশি থাকে বলে পৃথিবী থেকে এই সময় চাঁদকে ছোট ও কম উজ্জ্বল দেখায়।
