ভারতে বাণিজ্যিক কৃষির তুলনায় জীবিকাসত্তা ভিত্তিক কৃষির প্রাধান্য বেশি কেন? - Online story

Friday, 6 June 2025

ভারতে বাণিজ্যিক কৃষির তুলনায় জীবিকাসত্তা ভিত্তিক কৃষির প্রাধান্য বেশি কেন?

 


ভারতে বাণিজ্যিক কৃষির তুলনায় জীবিকাসত্তা ভিত্তিক কৃষির প্রাধান্য বেশি কেন?


উত্তর- ভারতে বাণিজ্যিক কৃষির তুলনায় জীবিকাসত্তাভিত্তিক কৃষির।  প্রাধান্য বেশি হওয়ার

কারণ:-বাণিজ্যিক কৃষি হল প্রধানত রপ্তানির জন্য ফসল উৎপাদন আর জীবিকাসত্তাভিত্তিক কৃষিব্যবস্থা হল শুধু নিজেদের বা স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য কৃষিকাজ করা। ভারতে এইজীবি৪কাসত্তা ভিত্তিক কৃষিপদ্ধতি বেশি।

 এর কারণগুলি হল—

★  বিপুল জনসংখ্যার চাপ: জমির ওপর জনসংখ্যার বিপুল চাপ থাকায় কৃষির সম্প্রসারণের জন্যে প্রয়োজনীয় জমি অথবা নতুন

কৃষিব্যবস্থা গড়ে তোলার জমি পাওয়া যায় না।


★ ক্ষুদ্রায়তনের জমি : কৃষি জমিগুলি ছোটো বা ক্ষুদ্র আয়তনের হওয়ায় বাণিজ্যিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা যায় না।

★ জমির মালিকানা: জমিগুলি ব্যক্তিগত মালিকানাধীন। সমবায় প্রথায় চাষ প্রায় দেখা যায় না বললেই চলে।


★অন্যান্য কারণ-

★ফসল উৎপাদনের উদ্দেশ্য।- অধিকাংশ কৃষক কেবল নিজেদের প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদনের দিকে নজর দেয়, অর্থকরী বা

বাণিজ্যিক কসল উৎপাদনে তাদের আগ্রহ কম।


★মূলধনের অভাব -কৃষকদের মধ্যে প্রান্তিক ও দরিদ্র কৃষকের সংখ্যা বেশি। ফলে এই শ্রেণির কৃষকদের হাতে কৃষিতে বিনিয়োগ করার মতো মূলধনের অভাব রয়েছে। এই সমস্যাগুলির জন্য প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিকাজ করা হয় না।

উল্লিখিত কারণগুলির জন্য ভারতে বাণিজ্যিক কৃষির তুলনায় জীবিকাসত্তাভিত্তিক কৃষির প্রাধান্য বেশি।