পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ গুলি কি - Online story

Tuesday, 10 June 2025

পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ গুলি কি

 


দুর্গাপুর ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণগুলি হল—
1. কাঁচামালের সুবিধা: রানিগঞ্জ (পশ্চিমবঙ্গ) ও ঝরিয়া (ঝাড়খণ্ড) থেকে কয়লা, গোরুমহিযানি ও বাদামপাহাড় (ওড়িশা); গুয়া ও নোয়ামুণ্ডি (ঝাড়খণ্ড) থেকে আকরিক লোহা, বীরমিত্রপুর ও
গাংপুর (ওড়িশা) থেকে চুনাপাথর এবং গাংপুর (ওড়িশা) থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা এই শিল্প গড়ে তোলার সহায়ক।
2. জলের সহজলভ্যতা : শিল্পের প্রয়োজনীয় জল দামোদর নদ
থেকে পাওয়া যায়।
3. বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান: দুর্গাপুর ও ওয়ারিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রয়োজনীয় বিদ্যুৎশক্তির চাহিদা মেটায়।
4. সুলভ শ্রমিক: বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সুলভ এবং দক্ষ শ্রমিক শ্রমশক্তির চাহিদা মেটায়।
5. উন্নত পরিবহণ ব্যবস্থা: NH-19 (NH-2) এবং পূর্ব রেলপথের মাধ্যমে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সঙ্গে যোগাযোগ থাকায় কাঁচামাল আনা ও পণ্যদ্রব্য রপ্তানিতে সুবিধা হয়।
4 অন্যান্য কারণ
1. বন্দরের অনুকূল অবস্থান: 172 কিমির মধ্যে কলকাতা বন্দর ও 264 কিমির মধ্যে হলদিয়া বন্দর অবস্থিত হওয়ায় প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও উৎপাদিত দ্রব্যের রপ্তানিতে সুবিধা হয়।
2. ক্রমবর্ধমান চাহিদা : পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের বিভিন্ন অংশে
ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশ ও বিশ্বজুড়ে ইস্পাতের চাহিদা বৃদ্ধি এই শিল্পকেন্দ্রের উন্নতির সহায়ক হয়েছে।