অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয় কেন
![]() |
প্রশ্ন- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে প্রবল জোয়ার হয় কেন ?
অথবা,
তেজ বা জরা কোটালকে কেন সর্বোচ্চ জোয়ার বলা হয়।
উত্তর- অমাবস্যা ও পূর্ণিমার দিনে তেজ বা ভরা কোটাল হয়।। অমাবস্যার দিনে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ থাকে। পূর্ণিমার দিনে চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে। এর ফলে অন্য যেকোনো দিনের তুলনায় ওই দুই দিন চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণে জল অনেক বেশি ফুলে ওঠে সর্বাধিক হয়। তাই তেজ বা ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয।