কোন স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন - Online story

Monday, 23 June 2025

কোন স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন

 


প্রশ্ন:-  কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ারভাটা হয় না কেন ?
অথবা, যে-কোনো স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘণ্টা 26 মিনিট হয় কেন ?
অথবা, কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন 24 ঘণ্টা 52 মিনিট হয় ?
অথবা, দুটি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত? ব্যাখ্যা দাও

উত্তর- কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ারভাটা না হওয়ার কারণ : পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় 27 দিন। পৃথিবী যখন 24 ঘণ্টায় একবার নিজের মেরুদণ্ডের চারদিকে
আবর্তন করে তখন চাঁদ নিজের অক্ষের 1/27 অংশ বা 360° + 27 = 13° (প্রায়) পথ এগিয়ে যায়। এই 13° পথ অতিক্রম করতে পৃথিবীর আরও (13° × 4 মিনিট = 52 মি.) 52 মিনিট সময় লাগে। সুতরাং পৃথিবীর যে-কোনো স্থান 24 ঘণ্টা 52 মিনিট পর পর একবার করে চাঁদের সামনে
আসে। তাই দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘণ্টা 52 মিনিট। এ ছাড়া একটি নির্দিষ্ট স্থানে একদিন যে
সময়ে মুখ্য জোয়ার হয় সেইদিন তার 12 ঘণ্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয়। আর, যে দুই স্থানে জোয়ার হয় তাদের সমকোণে অবস্থিত স্থান দুটিতে ভাটা হয়। ফলে কোনো জায়গায় জোয়ারের প্রায় 6 ঘণ্টা 13 মিনিট পরে সেখানে ভাটা হয় ।