বানডাকা বলতে কি বোঝ / - Online story

Monday, 30 June 2025

বানডাকা বলতে কি বোঝ /

 



প্রশ্ন ;-- বানডাকা বলতে কী বোঝ? 


অথবা, বানডাকা কী। 

>

ধারণা: জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহানা দিয়ে বড়ো বড়ো ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদীখাতে প্রবেশ করে ‌ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বলে বান। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে, তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবলবেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বলে বানাকা।

★ বানডাকার অনুকূল অবস্থা: কতকগুলি বিশেষ অবস্থায় নদীতে বান খুব প্রবল হয়, যেমন 

(1) তেজ কোটালের সময়,

 (2) নদীর মোহানায় চড়া থাকলে,

 (3) জোয়ারের জল প্রবেশ করার

স্রোতে বা অন্যভাবে বাধা পেলে, 

(4) নদীর মুখ ফানেল আকৃতির হলে এবং 

(5)  নদী জলপূর্ণ থাকলে নদীতে বান ডাকে।