ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। নবীন কে? কোন দুর্বুদ্ধির কথা বলা হয়েছে ?-হলুদ পোড়া গল্প || দ্বাদশ শ্রেণী - Online story

Monday, 17 November 2025

ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন। নবীন কে? কোন দুর্বুদ্ধির কথা বলা হয়েছে ?-হলুদ পোড়া গল্প || দ্বাদশ শ্রেণী

 


প্রশ্ন;-“ছি, ওসব দুর্বুদ্ধি কোরো না নবীন। আমি বলছি তোমায়, এটা অসুখ, অন্য কিছু নয়।”—নবীন কে? বক্তা কোন্ দুর্বুদ্ধির কথা বলেছে এবং তার এমন মনে হওয়ার কারণ কী?

উত্তর : নবীনের পরিচয় : মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘হলুদ পোড়া’গল্পে কোনো এক কার্তিক মাসের মাঝামাঝি খুন হয়ে যাওয়া মাঝবয়সি জোয়ান-মদ্দ বলাই চক্রবর্তীর একমাত্র উত্তরাধিকারী অর্থাৎ তার ভাইপো হল নবীন। কাকার মৃত্যু পর সে চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে বসবাস করতে শুরু করেছে শুধুমাত্র কাকার সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও ভোগ করার জন্য।
দুর্বুদ্ধির প্রসঙ্গ এবং তাকে দুর্বুদ্ধি মনে হওয়ার কারণ : উদ্ধৃত অংশটি বক্তা হল নবীনের বাল্যবন্ধু ধীরেন। নবীন গ্রামে এসে থাকার একুশ দিনে মাথায় অর্থাৎ তার কাকার মৃত্যুর একুশ দিন পর এক সন্ধ্যায় তার স্ত্রী দামিনী যখন রান্নাঘর থেকে শোবার ঘরে যাচ্ছিল তখন সে উঠোনে আছড়ে পড়ে এবং তার দাঁতে দাঁত লেগে যায়, এক অদ্ভুত আওয়াজ করতে থাকে। দামিনী চিকিৎসার জন্য গাঁয়ের ডাক্তারি পাস না-করা ধীরেন ডাক্তারকে ডেকে আ হয়। ধীরেনের আসার আগেই প্রতিবেশীরা জল ঢেলে ঢেলে তার মূর্ছা ভেঙে ফেলে। কিন্তু ধীরেন এসে দেখল দামিনী অর্থহীন দৃষ্টিতে তাকাচ্ছে, আপন মনে হাঁসছে কাঁদছে এবং যাকে তারা ধরে রেখেছিল তাদের সে আঁচড়ে কামড়ে পালায় চেষ্টা করছে। ধীরেন রোগীর লক্ষণ দেখে কিছু বুঝলেও পাস করা নয় বলে চিকিৎসা না করে সে 'শা' পুরের কৈলাশ ডাক্তারকে ডাকার পরামর্শ দিল।
ততক্ষণে সেখানে অনেকের সাথে এসে হাজির হয় বলাই চক্রবর্তীর অন্নপুষ্ট বুড়ো পঙ্কজ ঘোষাল। সে ছাড়া আরও অনেকেই নবীনকে ওঝা কুঞ্জুকে ডাকার পরামর্শ দেন। ধীরেন নবীনকে বলে “লেখাপড়া শিখেছ, জ্ঞান-বুদ্ধি আছে, তুমিও কি ব'লে কুণ্ডুকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে?" নবীন কাকার পরিচিত পঙ্কজ ঘোষালের কথা ফেলতে না-পেরেও অন‍্য ব্যক্তিদের কথায় কুঞ্জ ও কৈলাশ ডাক্তার দুজনকেই ডাকতে পাঠায়, সেইসময় নবীন পঙ্কজ ঘোষালকে 'কুঞ্জ কতো নেয়' জিজ্ঞেস করে। এ কথা শুনে লেখাপড়া জানা যুক্তিবাদী ধীরেন এই দুর্বুদ্ধির কথা বলে। কারণ ধীরেন জানত যে এটা
একটা খাপছাড়া অসুখ ছাড়া অন্য কিছু না।