এই ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ হের গোয়িরিং!- গোয়ারিং কে ছিলেন ? তাকে একথা বলার কারণ কি ছিল ? এর ফলে কি হয়েছিল ? স্বর্ণপর্ণী গল্প || নবম শ্রেণী
![]() |
প্রশ্ন:-'এ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ, হের্ গোয়রিং'- 'গোয়রিং' কে ছিলেন? তাঁকে এ কথা বলার কারণ কী ছিল। এর ফলে কী হয়েছিল?
উত্তর/ কুখ্যাত নাতসি সর্বাধিনায়ক হিটলারের প্রধান অনুচরদের মধ্যে অন্যতম ছিলেন হেরমান গোয়রিং। তিনি জার্মানির সামরিক প্রধান ছিলেন। গেস্টাপো নামক নৃশংস গুপ্তৎঘাতক বাহিনীর স্রষ্টা এই গোয়রিং। নৃশংস, অত্যাচারী, বিবেকহীন এবং ইহুদিবিদ্বেষী হিসেবে গোয়রিং সমধিক পরিচিত।
| মিরাকিউরলের স্রষ্টা প্রোফেসর শঙ্কু জার্মানিতে হাইনরিখ স্টাইনারের বাড়িতে এসেছেন, এ খবর গোয়রিং-এর কাছে পৌঁছোয়। তিনি নৃশংস ব্ল্যাকশার্ট বাহিনীকে নির্দেশ দেন শঙ্কুকে 'কারিনহল'-এ ধরে নিয়ে আসার জন্য। শঙ্কুর মুখ থেকে স্টাইনারের আরোগ্যের খবর পেয়ে গোয়রিং ক্ষোভে গর্জে উঠলেও, শঙ্কু
সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন। এরপরেই গোয়ারিং-এর আসল অভিসন্ধি প্রকাশ পায়। তিনি মিরাকিউরলের সাহায্যে নিজের গ্ল্যান্ডের গোলমাল সারাতে চান। শঙ্কু ওষুধ দেওয়ার আগে শর্ত আরোপ করেন, স্টাইনারের নির্বিঘ্নে প্যারিস যাত্রার বন্দোবস্ত করতে হবে। ক্রোধে দিগবিদিক জ্ঞানশূন্য গোয়ারিং-এর নির্দেশে সহকারী এরিখ শঙ্কুর দিকে
রিভলভার উচিয়ে দাঁড়ায়। ঠান্ডা মাথায় শঙ্কু পরিকল্পনা বদলে স্বপ্নে পাওয়া" ওষুধের গল্প কাঁদেন। কারণ তাঁর উদ্দেশ্য ছিল গোয়রিংকে বোঝানো যে, অনিচ্ছা সত্ত্বেও এই ওষুধ প্রয়োগ করলে সম্পূর্ণ বিপরীত ফল হয়।
||লোভী ফন্দিবাজ গোয়ারিং যখন টের পান, এতে তাঁর অসুস্থতা দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তিনি শঙ্কর শর্ত মেনে নেন। তৎক্ষণাৎ অ্যান্টন নামক এক ব্যক্তিকে টেলিফোনে স্টাইনারদের পথে বাধা সৃষ্টি না-করার নির্দেশ দেন।
