প্রাথমিক শেষ পরীক্ষা || বৃত্তি পরীক্ষা ২০২৪ সাল || সকল প্রশ্নের উত্তর - Online story

Friday, 3 October 2025

প্রাথমিক শেষ পরীক্ষা || বৃত্তি পরীক্ষা ২০২৪ সাল || সকল প্রশ্নের উত্তর

 


২০২৪ সালে বৃত্তি পরীক্ষার সকল প্রশ্নের উত্তর গুলো দেখুন বাংলা ইংরেজি অংক পরিবেশ ও বিজ্ঞান।


প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) ২০২৪
পূর্ণমান - ১০০
সময় : ২ ঘণ্টা ৩০ মিঃ

১। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :

ক) “লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড়ো ভয়ংকর জায়গা ।"
উদ্ধৃত অংশটির লেখক কে? লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে? কেন
এই পাহাড়কে ভয়ংকর জায়গা বলা হয়েছে কেন?
কোন কোন পশুর তাজা পাঞ্জা দেখা
গিয়েছিল। বনের মধ্যে পথ কিভাবে তৈরী করা হয়েছিল? ১+১+১+২+৩=৮

উত্তর- ◆উদ্ধৃত অংশটির লেখক হলেন- প্রমদা রঞ্জন রায়।
●লুসাই পাহাড়ের বিস্তার - সাড়ে -ছশো সাতশো  বর্গমাইল।
এই পাহাড়কে ভয়ংকর জায়গা বলা হয়েছে কারণ- লুসাই পাহাড়ে ঘনবন ছাড়া মানুষের নাম গন্ধ নেই। আছে শুধু জানুয়ারির কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। তাছাড়া বেলা নটা দশটার আগে সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনই ঘন জঙ্গল যে ঠিক মনে হয় সন্ধ্যা হয়ে এসেছে।
◆ হাতি, গন্ডার, বাঘ, হরিণ ইত্যাদি পশুর  তাজা পাত্তা দেখা গিয়েছিল।
◆ ১০-১২ জন লুসায় প্রথমে বন কেটে পথ তৈরি। করে তারপর সেই পথ ধরে অনেকে কষ্ট করে এগিয়ে যেতে হয়।। লেখক সহ চারজনে গাছে দাগ কেটে অন্য সকলে আধ-মাইল বা বেশি কিছু আগে আগে যায়। আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে হাতি আর বাকি লোকদের নিয়ে আসে। এমনি করে মনের মধ্যে বনের মধ্যে পথ কিভাবে তৈরী করা।


খ)"ঘাস তো আমার মা-ও খায় সে তো, তোমার মতো এতো বড়ো হয়নি।”
উদ্ধৃতিটি কোন রচনার অংশ? লেখক কে? উদ্ধৃতাংশে কে কাকে এই প্রশ্নটি করেছিল?
কী ভেবে এমন প্রশ্ন করেছিল? বক্তা কী উত্তর পেল? তারপর কী সিদ্ধান্ত হল ।
১+১+১+২+১+২=৮
উত্তর-
●  উদ্ধৃতিটি নরহরি দাস রচনার অংশ।
● লেখক  হলেন- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
°● উদ্ধৃতাংশে ছাগলছানা ষাঁড় কে  এই প্রশ্নটি করেছিল?
●  ষাঁড়ের সিং দেখে ছাগলছানা ভেবেছিল এক সেও বোধহয় ছাগল। কিন্তু তার চেহারা ছিল অন্যরকম । সে ছিল ছাগলের চেয়ে অনেক বড়ো। সেও ঘাস খায়, তার মা ও  ঘাস খায় তাহলে তো চেহারাটা এত বড় হল কেন? এই ভেবে এমন প্রশ্ন করেছিল?
● বক্তা উত্তর পেল- অর্থাৎ ষাঁড় বলল আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই।
●  তারপর সিদ্ধান্ত হল সিদ্ধান্ত হল বনের ভেতরে যেখানে অনেক বড়ো বড়ো ঘাস আছে ,সেখানে ঘাস খেতে যাওয়া।

গ) 'ফেরাজের কাছে জ্যোতি খবর পেল।” কোন রচনা থেকে নেওয়া হয়েছে?
ফেরাজ কে? তার কাছ থেকে জ্যোতি কী খবর পেল? ফেরাজ খাঁর বাড়ী কোথায়
ছিল? কে কীভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন?          -১+১+২+১+৩=৮

উত্তর-
●ফেরাজ হলেন- চাটুজে বাড়ির পাহারাদার।

°●তার কাছ থেকে জ্যোতি  খবর পেল- যে সে সত্য অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছুপা নয়।
ফেরাজ খাঁর বাড়ী ছিল - উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে।
● জ্যোতির মা জ্যোতিকে সাঁতার শেখান ।
জ্যোতির মা শাড়ির এক মুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্র মুষ্টিতে ধরে শিবরাত্রি সলতে জ্যোতিকে তিনি ছুড়ে ফেলে দেন জোয়ারের জলে। ঢেউগুলো ফনা মেরে ঝাঁপিয়ে পড়ে। আর আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব হব সু পটু সাঁতারুর  মতো তার মা তীরে বেগে এগিয়ে গিয়ে ছেলেকে তুলে নিয়ে আনেন। এইভাবে জ্যোতিকে সাঁতার শিখিয়েছিলেন।

ঘ) “মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল।”
    শম্ভু কে? সে কোথায় কীজন্য গিয়েছিল? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল ? কে কেন তাকে তিরস্কার করেছিল ? শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল?            ১+২+২+২+১=৮

উত্তর-
●শম্ভু হলো- লীলা মজুমদারের লেখা আলো গল্পে একটি অন্যতম চরিত্র।
● সে সে সুসনি পাহাড়ে গিয়েছিল।
কারণ তার দাদুর পা ভেঙে গিয়েছিল। শুশনি পাহাড়ে হাড়ভাঙ্গা পাতার গাছ আর পাহাড়ের গুহাতে লাল মধু উপচে পড়ছে পাথরে গা বেয়ে, সেটা আনতে গিয়েছিল । ওই পাতা বেটে মধুর সঙ্গে খাইয়ে দিলে ব্যথা সেরে যাবে ।সেজন্য আনতে গিয়েছিল।
● হুতুম, লক্ষ্মীপেঁচা, গাছ, বন বিড়াল, মনসা ঝোপ, বাদুর শম্ভুকে ভয় দেখিয়েছিল ।
● শম্ভুর পিসি শম্ভু কে তিরস্কার করেছিল।
কারণ সন্ধ্যার অন্ধকার নামার পর ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তার দাদু তখনো বাড়ি ফেরেনি। শম্ভুর পিসি শম্ভুকে একটা লন্ঠন হাতে নিয়ে এগিয়ে দেখতে যাওয়ার কথা বলছিল। শম্ভুর অন্ধকার কে খুব ভয় ছিল। তাই সে যেতে রাজি হচ্ছিল না তখন পিসি রেগে গিয়ে তিরস্কার করে।
● "হ্যাঁ' শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল ।

ঙ) “ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে।” – উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কী চালের ভাত হল ? কোথা থেকে মাছ কেনা হয়েছিল ? কোথায় রান্না করা হয়েছিল। কীসের থালায় তারা ভাত খেয়েছিল ? খাওয়ার পর কী কী জিনিস ধুয়ে তারা কোথায় রেখেছিল?

উত্তর-
●উদ্ধৃত অংশটি "আমার মা-র বাপের বাড়ি" গল্প থেকে নেওয়া হয়েছে।
● লাল লাল মোটা চালের ভাত হল।
◆ জেলেডিঙা থেকে মাছ কেনা হয়েছিল ।
● নৌকার পিছন দিকের পাটাতন তুলে নিচে রাখা মাটির গুননে রান্না করা হয়েছিল।
◆ মাটির থালায় তারা ভাত খেয়েছিল ।
◆ খাওয়ার পর থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে তারা  পাটাতনের নিচে রেখেছিল।

২। যে কোন চারটি প্রশ্নের উত্তর দাও :
ক) “ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে
অমনি করে বেড়াই নিয়ে ফেরি।”
-  কোন কবিতার অংশ? তার কী কী হতে ইচ্ছে
করে?
উত্তর-
◆ ''বিচিত্র সাধ' কোন কবিতার অংশ।
◆ তার তোমার ইচ্ছে করে কখনো ফেরিওয়ালা সে যে চুরি বিক্রি করতে। কখনো বাগানের মালিক হয়ে কোদাল দিয়ে মাটি কোপাতে। আবার কখনো ইচ্ছা করে পাহারাদার হয়ে রাতের বেলায় লণ্ঠন হাতে পাহারা দিতে।

খ) “মিছিমিছি সবাই বলে--------বেজায় মিঠে।”
-কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
লেখকের নাম কী? মিছিমিছি তারা কী কী খেয়েছিল?
উত্তর--
● 'বনভোজন' কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
● লেখকের নাম -গোলাম মোস্তফা।
● মিছিমিছি তারা ধুলো-বালির কোর্মা -পোলাও, এবং কাদার পিঠে খেয়েছিল।

গ) বলব “ওরে ভয় পায় যে.......এ সে ছেলেই নয়।” -কোন কবিতার অংশ? কবি কে?
কাকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে? কেন সে ভয় পায় না?                ১+১+১+১=৪

উত্তর-
◆ ' আমি সাগর পাড়ি দেবো', কবিতার অংশ।
● কবি হলেন- কাজী নজরুল ইসলাম।
● হাঙর, কুমির, তিমিকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে।
● সে ভয় পায় না কারণ তিনি হলেন সত্য সাগরের রাজা এবং বণিক বীর ।

ঘ) “আদর্শ ছেলে” কবিতাটি কার লেখা। কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন।? প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞা করা উচিত?

উত্তর-
● “আদর্শ ছেলে” কবিতাটি কুসুমকুমারী দাশের লেখা।
●  কবি আমাদের দেশের ছেলেদের কাছে যেগুলি
প্রত্যাশা করেন সেগুলি হল আমাদের দেশের ছেলেকে কথায় বড় না হয়ে কাজে বড় হতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। আমাদের দেশের ছেলের মুখে হাসি, বুকে বল, আর টিকে ভরা মন দরকার।
● কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে । মুখে হাসি বুকে বল আর তেজে ভরা মন নিয়ে মানুষের মতো মানুষ হতে হবে। বিপদের সবার পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক দেশবাসীর এই প্রতিজ্ঞা করা উচিত।

ঙ) “শ্যামবনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।
-কোন কবিতার অংশ? কবির নাম কী? মাটি, পাষাণ, ঝর্ণা ও ও শ্যাম বনানীর কাছ থেকে আমরা কী কী শিক্ষা পাই?
উত্তর-
● 'সবার আমি ছাত্র' কবিতার অংশ।
● কবির নাম সুনির্মল বসু।
● মাটির কাছে শিক্ষা পাই সহিষ্ণুতা হতে। পাষাণের কাছে শিক্ষা পাই কঠোর হতে। ঝরনার কাছে শিক্ষা পাইসহজ সরল হতে। শ‍্যামবনানি কাছে শিক্ষা পাই সরসতা হতে।

৩। কবি ও কবিতার নামসহ শূন্যস্থান পুরণ করো :
১+১+২=৪
+
.......খান তিন......
তিনজন........
......দিন.....
দ্যায় দূর.....

উত্তর- ছিপ্ খান তিনদাঁড়
তিনজন মাল্লা
চৌপর দিন ভোর
দ্যায় দূর পাল্লা

শিক্ষান তিনদার তিনজন মোল্লা
৪। ক) অর্থ লেখো: (৬টি)
ঠোক্কর, শুক্তি, সহিষ্ণুতা, কড়ি, খোরাক, ছই, মরাল
উত্তর-
ঠোক্কর   >    হোঁচট বা পায়ে আঘাত
শুক্তি    >    ঝিনুক
সহিষ্ণুতা   >   সহ্য করা
কড়ি   >   আগে ব্যবহৃত বিশেষ মুদ্রা
খোরাক   >   ভরণপোষণ
ছই   >   ছাউনি বিশেষ
মরাল।  >   রাজহাঁস

খ) বাক্য রচনা (৩টি) করো
আমন্ত্রণ, ভ্যাবাচাকা, ফেরিওলা, এলোপাতাড়ি, নজরানা
উত্তর-
আমন্ত্রণ। > ভোজ বাড়িতে অনেকে আমন্ত্রণ থাকে।
ভ্যাবাচাকা। > সাইকেল থেকে পড়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল।
ফেরিওলা। > দুপুর বেলায় ফেরিওলা কাপড় বিক্রি করতে আসে।
এলোপাতাড়ি। > পুলিশ এলোপাতাড়ি গুলি চালালো।
নজরানা   > ভালো কাজে বড়দের কিছু নজরানা দিতে হয়।

গ) নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করোঃ (৩টি)
স্ + অ + ব্ + আ + ই = সবাই
ম্ + আ + ত্ + অ + ব্+ব্ + অ + র্= মাতব্বর
ব্ + য্ + আ + কু + উ + ল্ = ব্যাকুল
আ + জ্‌ + গ্ + উ + ব্ +ই= আজগুবি
হ্ + আ + ত্ + এ + খ + অ + ড্‌ + ই = হাতেখড়ি
  
ঘ) বিপরীত শব্দ লেখো : (৬টি)
৬+১=৬
গৌরব, বন্ধ, যাওয়া, বন্ধু, হিংস্র, উদয়, উত্তর
উত্তর-
গৌরব > অপমান বা লজ্জা
বন্ধ > খোলা
যাওয়া > আচ্ছা
বন্ধু > শত্রু
হিংস্র > শান্ত
উদয় > অস্ত

৫ ক) এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করে। : (৪টি)

টি ল গুপ টি শ, ন ভো ন ব জ, র শু ক্র বা, গর গুরুম্ভী, না গ ল ছা ছা
উত্তর-
ট ল গুপ টি শ। > পটগুলটিশ
ন ভো ন ব জ   > বনভোজন
র শু ক্র বা  >  শুক্রবার
গর গুরুম্ভী   >  গুরু গম্ভীর
না গ ল ছা ছা। >  ছাগলছানা

খ) লিঙ্গ পরিবর্তন করো : (৪টি)
৪x১=৪
মহাশয়, শ্রীমতী, বর, কুমারী, রাজা
উত্তর-
মহাশয় > মহাশয়া
শ্রীমতী > শ্রীমান (পুরুষ লিঙ্গ)
বর > কনে (স্ত্রীলিঙ্গ)
কুমারী > কুমার (পুরুষ লিঙ্গ)
রাজা > রানী (স্ত্রীলিঙ্গ)

গ) এক কথায় প্রকাশ করো : (৪টি)
8X5=8
সহ্য করার ক্ষমতা > সহিষ্ণু
যে নারীর দুঃখ ঘোচে না > দুঃখিনী
যে বিদেশে থাকে > বিদেশি
এক সারিতে বসে খাওয়া >  সারি ভোজন
যার দয়া নেই > নির্দয়

৬। যে কোন একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো ঃ
ক) তোমার প্রিয় একজন মহাপুরুষ।
খ) তোমার প্রিয় উৎসব।
গ) একটি গৃহপালিত পশু।

ক) তোমার প্রিয় একজন মহাপুরুষ।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ভূমিকা : বিদ্যাসাগর ছিলেন শ্রেষ্ঠ বাঙালি। তাঁর ছিল প্রচন্ড তেজ, অগাধ। পাণ্ডিত্য, আত্মমর্যাদাবোধ। মানুষের প্রতি দয়া মমতা উদারতা ছিল মনে রাখার মত । তাকে বিদ্যাসাগর হিসেবে সকলে জানলে ও তার আসল নাম ছিল
নাম ঈশ্বরচন্দ্র বন্দোপাধ্যায়।

জন্ম ও বংশ-পরিচয় : জন্ম মেদিনীপুর জেলার বীর সিংহ গ্রামে, ১৮২০ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর। তাঁর বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মায়ের
নাম ভগবতী দেবী।

শিক্ষা : গ্রামের চতুষ্পাঠীতে পাঁচ বছর বয়সে তাঁর শিক্ষা শুরু হয়। এরপর বাবার সঙ্গে কলকাতার
আসেন। কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন। কলকাতায় খুব কষ্ট করে, অভাবের মধ্যে থেকে পড়াশোনা করতে হয়। বাসন মাজা, রান্না
বাজার করা প্রভৃতি কাজকর্মের মধ্যেও
পড়াশোনা চালিয়ে গেছেন। অসাধারণ বুদ্ধি ও প্রতিভাবলে তিনি সব পরীক্ষার প্রথম হয়েছেন। লাভ করেছেন "বিদ্যাসাগর' উপাধি।

কর্মজীবন ও কৃতিত্ব : ফোর্ট উইলিয়াম কলেজে তিনি প্রধান পণ্ডিতের পদ লাভ করেন। পরে সংস্কৃত কলেজে যোগদান করেন। ঐ কলেজে প্রথমে সম্পাদক, পরে অধ্যক্ষের পদ লাভ করেন। তিনি স্কুল পরিদর্শকের পদও গ্রহণ করেছিলেন। এরপর তিনি সমাজের ও দেশের কাজে আত্মনিয়োগ করেন। বাল্যবিবাহ বন্ধ করা এবং বিধবাবিবাহ প্রবর্তন তাঁর দুটি গুরুত্বপূর্ণ সমাজ-সংস্কারমূলক কাজ। শিক্ষা বিস্তারের জন্য তিনি সারাজীবন চেষ্টা করে গেছেন।
মেয়েদের শিক্ষার জন্য অনেকগুলি মেয়েদের স্কুল স্থাপন করেছিলেন। পাঠ‍্য বই-এর আভাব দূর করার জন্য বর্ণপরিচয়, কথামালা, সীতার বনবাস ইত্যাদি বই লিখেছিলেন। তাঁকে বাংলা গানের জনক বলা হয়। পারের দুঃখ তিনি একদম সহ্য করতে পারতেন না। তেমনি অন্যায়, অবিচার,
অপমান, অবহেলা সহ্য করতে পারতেন না। মাত্রের প্রতি তাঁর অগাব ভক্তি ছিল।
উপসংহার : ১৯৯১ খ্রিস্টাব্দের ২৯ জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয়। তিনি ছিলেন বিদ্যার সাগর, দয়ার সাগর, করুণার সাগর। ছিলেন বাঙালীর গৌরব।

খ) তোমার প্রিয় উৎসব।

সরস্বতী পূজা

ভূমিকা : আমার প্রিয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতী। ছাত্র-ছাত্রীরা বিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে এই পূজা করে।
দেবীর বর্ণনা ঃ দেবীর রঙ শুভ্র, বসন শুভ্র। দেবীর বাহন শ্বেত হংস, দেবীর
আসন পদ্ম। সেটিও শ্বেত অর্থাৎ সাদা। দেবীর এক হাতে বীণা, অপর হাতে বই। দেবী সারদা, ভারতী, বীণাপাণি, বাগদেবী প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত।
পূজার বিবরণ : মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পূজা হয়। পূজার।দিন ছাত্র-ছাত্রীরা খুব ভোরে উঠে স্নান করে ফুল তুলে নিয়ে বিদ্যালয়ে হাজির হয়। দেবীর সামনে বই খাতা দোয়াত কলম রাখে। পুরুত মশাই পূজা করেন। পূজা শেষে ছাত্র-ছাত্রীরা অঞ্জলি দেয়। এর জন্য তারা উপোস করে থাকে। সন্ধ্যাবেলা আবার পূজা হয়।
পূজার আনন্দ : এটি একদিনের পূজা হলেও পূজার কয়েকদিন আগে থেকেই  আনন্দের সাড়া পড়ে যায়। পূজা মণ্ডপ তৈরি, মণ্ডপ সাজানো, প্রতিমা আনা এসব চলতে থাকে। পূজার দিন সন্ধ্যায় গান-বাজনা, আবৃত্তি, নাটক অভিনয়ের
ব্যবস্থা থাকে। তাতে ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। স্কুল, কলেজ, পাঠাগার কিংবা বাড়ির পূজায় শুধু ছাত্র-ছাত্রী নয়, সবাই অংশ নেয়। আনন্দ উপভোগ করে।
উপসংহার : সরস্বতী পূজার খরচ খুব কম। তাই এই পূজার সংখ্যা
বেশি। বিদ্যার সঙ্গে সম্পর্ক নেই, এমন প্রতিষ্ঠানেও আজকাল এই পূজা হয়।

★অথবা★
মহরম
ভূমিকা : মহরম মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। এটি কিন্তু আনন্দের উৎসব নয়, দুঃখ এবং বেদনার। এই অনুষ্ঠানটি একটি শোকের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে।

ইতিহাস : ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদ। তাঁর মৃত্যুর পর খলিফা পদ দিয়ে বিরোধের সৃষ্টি হয়। হজরত মহম্মদের দুই দৌহিত্র—হাসান এবং হোসেন। মুসলমানদের একদল হাসানকে খলিফা বলে স্বীকার করেন।
অপর একদল মারিয়া নামে অপর একজনকে খলিফা বলে স্বীকার করেন।
মাবিয়ার পুত্র এজিদ বিষ খাইয়ে হাসানকে হত্যা করে। এরপর কারবালা মরু প্রান্তরে হোসেনের সঙ্গে এজিদের যুদ্ধ বাধে। দশ দিন ধরে এই যুদ্ধ চলে। পিপাসায় এক বিন্দু জলও না পেয়ে হোসেন মারা যান। এই করুণ স্মৃতি স্মরণ  করার জন্য মহরম অনুষ্ঠিত হয়।

গ) একটি গৃহপালিত পশু।
কুকুর
ভূমিকা : কুকুর একটি গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী। এই প্রভুভক্ত, বিশ্বস্ত প্রাণীটিকে মানুষ খুব যত্নের সঙ্গে পালন করে।
আকৃতি : কুকুরের চারটি পা, দুটি কান, দুটি চোখ এবং একটি লেজ আছে।
কুকুরের পায়ের তলায় নরম মাংসপিণ্ড থাকে। এদের পায়ের নখ এবং দাঁতগুলি খুব ধারালো। এদের সমস্ত শরীর লোমে ঢাকা। কুকুরের লেজটি ছোটো এবং বাঁকা।
প্রকৃতি : কুকুর সহজে পোষ মানে। এরা প্রভুভক্ত প্রাণী। প্রভুর জন্য প্রাণ দিতেও পারে। চেনা লোক দেখলে কুকুর আনন্দে লেজ নাড়ে, আবার অচেনা লোক দেখলে ঘেউ ঘেউ করে চীৎকার করে। এদের ঘ্রাণশক্তি এবং শ্রবণশক্তি খুব প্রবল। সামান্য শব্দেই এদের ঘুম ভেঙ্গে যায়। এরা দশ-বারো বছর বাঁচে।
জাতি : কুকুর নানা জাতের হয়। এদের মধ্যে অ্যালসেশিয়ান, গ্রে-হাউণ্ড,
স্প্যানিয়েল, ল্যাপডগ, টেরিয়র প্রভৃতি উল্লেখযোগ্য। জাতের পার্থক্যের সঙ্গে কুকুরের
স্বভাব, দেহের গঠন ও রং-এ অনেক পার্থক্য দেখা যায়। খরগোসের মতো খুব ছোটো কুকুর যেমন আছে, তেমনি বাছুরের মতো বড়ো কুকুরও দেখা যায়।
খাদ্য : কুকুর মাংসাশী প্রাণী। মাংসই এদের সবচেয়ে প্রিয় খাদ্য। এছাড়া
ভাত, রুটি, মাছ, দুধ ইত্যাদি খায়।
উপকারিতা ঃ কুকুর রাত জেগে প্রভুর বাড়ি পাহারা দেয়। কুকুর শিকারের কাজে সাহায্য করে। বরফের দেশে কুকুর গাড়ি টানে। সার্কাসে খেলা দেখায়। ঘ্রাণ শক্তির সাহায্যে এরা চোর ডাকাত এবং অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করে।
উপসংহার : কুকুর মানুষের বিশ্বস্ত ও উপকারী বন্ধু। এরা কখন বিশ্বাসঘাতকতা করে না।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)
পূর্ণমান - ৫০      সময় : ১ ঘন্টা ৩০ মিঃ
বিষয় : বিজ্ঞান
১। শূন্যস্থান পূরণ করো ঃ (যে কোন ৫টি)
ক) উদ্ভিদের রান্নাঘর বলা হয়..... (পাতাকে / কাণ্ডকে / শিকড়কে)।
উত্তর- পাতাকে
খ) তরল পদার্থের নির্দিষ্ট কোন...….
উত্তর-  আকার

গ) সকল শক্তির উৎস,........(তারা/ সূর্য/উদ্ভিদ)।
উত্তর- সূর্য

ঘ) বাটখারা দিয়ে কোনো জিনিসের।.
উত্তর-  ভর।

ঙ) ‌‌ পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা.......।
উত্তর- ৩২টি

চ) বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশী থাকে, তা হলো
উত্তর- নাইট্রোজেন।

২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ (যে কোন ৫টি)
ক) আমাদের গলার ভেতর নল আছে - (একটি / দুটি / তিনটি)।
উত্তর- দুটি

খ) উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ - (কমে যায় / বেড়ে যায় / একই থাকে)।
উত্তর-  কমে যায়।

গ) আঁশহীন একটি মাছ হল - (শোলমাছ / সিঙ্গিমাছ / পুঁটি মাছ)।
উত্তর- সিঙ্গিমাছ

ঘ) জড় পদার্থ হোল - (ব্যাঙের ছাতা / ছাতা /ব্যাঙ)।
উত্তর- ছাতা

ঙ) গায়ের রং বদলাতে পারে - (টিকটিকি / গিরিগিটি / মাকড়সা)।
উত্তর- গিরিগিটি

চ) শিরদাঁড়া আছে যে প্রাণীর - (কৃমি / কাঁকড়া / কুমীর)।
উত্তর- কুমীর

৩। সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোন ৫টি)
ক) প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝায় ? এদের কীভাবে সংরক্ষণ করা যায় ?
উত্তর- যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় ,সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে।।
  জঙ্গলে গাছ না কাটা । প্রাণীদের  খাবার  জল জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা। চোরাশিকায়রা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এইভাবে এদের সংরক্ষণ করা যায়।

খ) উদ্ভিদের খাবার তৈরি করতে কী কী লাগে? সেগুলো কোথা থেকে পায় ?
উত্তর- উদ্ভিদের খাবার তৈরি করতে লাগে- কার্বন ডাই অক্সাইড গ্যাস জল ও খনিজ পদার্থ এবং সূর্যালোক।
কার্বন ডাই-অক্সাইড গ্যাস পাওয়া যায় বাতাস থেকে। জল ও খনিজ পদার্থ পাওয়া যায় মাটি থেকে। সূর্যালোক পাওয়া যায় সূর্য থেকে।

গ) মানুষের খাবার হজম করতে লালাগ্রন্থি এবং দাঁত কীভাবে সাহায্য করে ?
উত্তর- মানুষের খাবার হজম করতে লালা গ্রন্থি  থেকে লালা রস বের হয়ে খাবারকে দোলা পাকাতে সাহায্য করে। যা সহজে গলা দিয়ে নেমে যায়।
দাঁত খাবারকে টুকরো টুকরো করে ভাঙতে সাহায্য করে। এর ফলে সহজে খাজা খাবারটি হজম হয়।

ঘ) সাপে কামড়ালে প্রাথমিকভাবে কী কী চিকিৎসা করব তা আলোচনা কর।
উত্তর- সাপে কামড়ালে প্রাথমিকভাবে কামড়ানোর কিছুটা ওপরে দিকে শক্ত করে বাঁধন দিতে হবে। দরকার হলে ক্ষতস্থানটি ব্লেড দিয়ে কেটে দিতে হবে। যাতে কিছুটা রক্ত বের হয়ে যায় তারপর তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।

ঙ) সুষম আহার কাকে বলে ?
উত্তর- পরিমাণ মতো যে সমস্ত খাবার খেলে শরীর সুস্থ থাকে সেগুলিকে বলা হয় সুষম আহার।

চ) (১) গাছ আমাদের কী কী উপকার করে?
উত্তর- গাছ আমাদের অক্সিজেন দেয় যা আমাদের বাঁচতে সাহায্য করে। গাছ আমাদের ফুল ফল  দিয়ে খাবারের সাহায্য করে। গাছ থেকে আমরা জ্বালানি পাই। গাছ আমাদের পশু পাখির আশ্রয়স্থল।

(২) মেঘ কীভাবে তৈরি হয় ?
উত্তর- নদী নালা খাল মিলে জল বাষ্প হয়ে পড়ে উঠে গিয়ে ঘনীভূত হয়ে  মেঘ তৈরি করে।

৪। ভুল সংশোধন করো : (যে কোন ৫টি)
ক) সাপের লেজে বিষথলি থাকে।
উত্তর- সাপের দাঁতে বিষ থলি থাকে

খ) খাবারে হজম না হওয়া অংশ পাকস্থলিতে জমা হয়।
উত্তর- খাবারের হজম না হওয়া অংশ মলাশয়ে জমা হয়

গ) শ্বাস নেওয়াকে বলে নিঃশ্বাস।
উত্তর- শ্বাস নেওয়া কে বলে প্রশ্বাস

ঘ) বর্ষাকালে ঘাসে শিশির জমে।
উত্তর- শীতকালে ঘাসে শিশির জমে

ঙ) প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়।
উত্তর- প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না।
অথবা কাগজের প্যাকেট মাটিতে মিশে যায়

চ) সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে।
উত্তর- সব জায়গায় বাতাসের উপাদান গুলির পরিমাণ একই থাকে না।

৫। সংক্ষিপ্ত উত্তর দাও ঃ (যে কোন ৫টি)

ক) খাবার থেকে শক্তি কীভাবে পাই?
উত্তর- খাবারের কণাগুলি ভেঙ্গে আমাদের রক্তে শরীরে মিশে যায়। তারপরে সেখান থেকে আমরা শক্তি পাই।

খ) কী কী করলে ফুসফুস ভালো থাকবে?
উত্তর- সকালে উঠে মুক্ত বাতাসে হারলে আমাদের ফুসফুস ভালো থাকবে। এ ছাড়া আর দৌড়াদৌড়ি খেলা করলে আমাদের ফুসফুস ভালো থাকবে। ধুলোবালি নাকে কম ঢুকলে আমাদের ফুসফুস ভালো থাকবে। ধূমপান না করলে আমাদের ফুসফুস ভালো থাকবে।

গ) দাহ্য পদার্থ কাকে বলে? তিনটি উদাহরণ দাও।
উত্তর- যে সকল পদার্থ সহজেই আগুনে পুড়ে যায় সেগুলিকে বলা হয় দাহ্য পদার্থ যেমন কাঠ,খড়।

ঘ) মিশ্রণ কাকে বলে? মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তর- দুই বা ততোধিক পদার্থ মিশে যাওয়া কে বলা হয় মিশ্রণ এই মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা দুটি পদ্ধতি হল প্রথম পদ্ধতি ছাঁকনির সাহায্যে করা যায়, দ্বিতীয় পদ্ধতি থিতিয়ে যাওয়ার পর আলাদা করা হয়। আবার চুম্বকের সাহায্য কখনো কখনো আলাদা করা হয়।

ঙ) রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী কী সাবধানতা নেওয়া উচিত?
উত্তর- রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে ঘরের জানলা দরজা গুলি খুলে ফেলা উচিত তারপর ভালো করে লক্ষ্য রাখা গ্যাস টি থেকে কোন গ্যাস বের হচ্ছে কিনা বিশেষ করে যেটা দরকার সেটা হল কোন রকম আগুন যেন সেখানে না প্রবেশ করে সেদিকে সাবধানতা নেওয়া।।

চ) আমাদের দাঁত মাজা দরকার হয় কেন ?
উত্তর- আমাদের দাঁত মাজা হয় কারণ, দাঁতের ফাঁকে খাবারের কণাগুলোকে বের করে ফেলে রাতকে পরিষ্কার রাখার জন্য। খাবারে কণাগুলি দাঁতের ফাঁকে লেগে থাকলে মুখে দুর্গন্ধ বের হবে এবং পেটের অসুখ করবে। তাই দাঁত মাজা দরকার।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) — ২০২৪
            পূর্ণমান - ১০০
               বিষয় : গণিত
সময় : ২ ঘণ্টা ৩০ মিঃ
(উত্তরপত্রের মধ্যেই ডানদিকে রাফ করতে হবে, প্রত্যেক প্রশ্নের দাগ নম্বর উল্লেখ করতে হবে। জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল, পেন্সিল, কম্পাস ব্যবহার করতে হবে।)
১। শূন্যস্থান পূরণ করো (যে কোন ৫টি)
ক)...... মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়।
উত্তর- ১। (এক)
খ) সময় পরিমাপের সবচেয়ে ছোট একক হল.......‌
উত্তর- সেকেন্ড।
গ) লিপ ইয়ার বছরে মোট দিনসংখ্যা......।
উত্তর- ৩৬৬ দিন।
ঘ) ১ মিলিমিটার = -- সেন্টিমিটার।
উত্তর- ১/১০ সেন্টিমিটার।
ঙ)  চারটি রেখা দ্বারা আবদ্ধ সামতলিক ক্ষেত্রকে…...বলে।
উত্তর- চর্তুভুজ।
চ) দুটি সরল রেখার ছেদ বিন্দুর সংখ্যা---।
উত্তর- একটি।
ছ) ৫/৭ ------ ৫/১১। (> অথবা < চিহ্ন বসাও)
উত্তর-   ৫/৭ >  ৫/১১

২। যে কোন ৮টি প্রশ্নের উত্তর দাও :

ক) ২৮০০ সংখ্যাটিতে ৮ এর স্থানীয় মান ও প্রকৃত মান কী কী ?
উত্তর- ৮ এর স্থানীয় মান = ৮০০
প্রকৃত মান = ৮

খ) কথায় লেখ : ৭০৮০৩৫
উত্তর- সাত লক্ষ আট হাজার পঁয়ত্রিশ।

গ) ৪২কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কর।
উত্তর- ২] ৪২
                ---------
              ৩ ] ২১
                  ---------
                   ৭] ৭
                   ---------
                         ১
৪২এর   মৌলিক উৎপাদক ২,৩,৭।

ঘ) তোমার বাড়ির ঘড়িতে সন্ধ্যা ৭ টা বাজলে ২৪ ঘন্টার ঘড়িতে তখন সময় কত দেখাবে ?
উত্তর- ৭+১২= ১৯ টা দেখাবে

ঙ) ৬৭ মাস = কত বছর কত মাস নির্ণয় কর।
উত্তর- ১২ ÷৬৭মাস = ৫ বছর ৭মাস

চ) ১৫ মিটার ৮০ সেন্টিমিটার = কত সেন্টিমিটার নির্ণয় কর ।
উত্তর- ১৫ মিটার= ১৫×১০০সেন্টিমিটার
   =১৫০০ সেন্টিমিটার+ ৮০ সেন্টিমিটার
= ১৫৮০ সেন্টিমিটার।

ছ) যোগফল নির্ণয় কর ঃ ১+৩/৫
উত্তর-
      ৩            ৫+৩        ৮
১+ -----  =   --------  = ------
       ৫            ৫            ৫

জ) ৩/১০  কে দশমিক ভগ্নাংশে প্রকাশ কর। প্রদত্ত ভগ্নাংশটি লব ও হর কত লিখ।
উত্তর- ৩/১০ এর দশমিক ভগ্নাংশ = ০.৩
লব= ৩
হর=  ১০

ঝ) জোড় সংখ্যা কাকে বলে। বিজোড় সংখ্যা কাকে বলে? একটি করে উদাহরণ দাও।
উত্তর- যে সংখ্যা কে দুই দ্বারা ভাগ করলে মিলে যায় অথবা ভাগশেষ শূন্য হয় , তাকে জোড় সংখ্যা বলে।
যেমন  ৮,১০ ১২
যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে মেলে না তাকে বিজোড় সংখ্যা বলে। যেমন ৩,৭,৯

৩। যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও :
ক) ছোট থেকে বড় সাজাও :১/৩,১/৯,১/৬,১/১২
উত্তর-১/১২> ১/৯ > ১/৬ > ১/৩

গ) শূন্যস্থান পূরণ করো :-
?        ১২          ৩           ?
----- =  ------ =  ------- = ------
২৮          ?         ৪       ২০

উত্তর-
২১       ১২          ৩        ১৫
----- =  ------ =  ------- = ---------
২৮       ১৬          ৪          ২০

খ) তোমার দিদি তোমার থেকে ৩ বছর ৭ মাসের বড়। তোমার বয়স ৯ বছর ৫ মাস।তোমার দিদির বয়স কত?
উত্তর- ৯ বছর ৫ মাস + ৩ বছর ৭ মাস

   ৯ বছর ৫ মাস
+ ৩ বছর ৭ মাস
------------------------
১২  বছর ১২  মাস
+ ১ বছর- ১২মাস
-------------------------
  ১৩ বছর।(উত্তর)

গ) মৌলিক সংখ্যা কাকে বলে। ১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখ। ১+২
উত্তর-
যে সংখ্যাটি সেই সংখ্যা এবং এক দিয়ে ভাগ করলে মিলে যায় তাকে মৌলিক সংখ্যা বলে।
১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লো-5 ২, ৩, ৫, ৭, ১১,১৩, ১৭, ১৯

ও) একজন কুমোর ১ দিনে ৭৮টি পুতুল তৈরি করেন। একই হিসাবে তিনি ২ সপ্তাহে মোট
কতগুলো পুতুল তৈরি করতে পারবেন হিসাব করো।
উত্তর- ২ সপ্তাহ = ১৪ দিন
১ দিনে ৭৮টি পুতুল তৈরি করেন।
১৪ দিনে ৭৮ ×১৪ =১০৯২ টি পুতুল তৈরি করেন।

চ) তোমাদের স্কুল শুরু হয় সকাল ৬টা ১৫ মিনিটে। আর ছুটি হয় সকাল ১১টায়। তোমাদের
স্কুল কতক্ষণ হয়?
উত্তর-  ১১টা -  ৬টা ১৫ মিনিট।

১১টা ০০ মিনিট।
-৬টা ১৫ মিনিট।
-----------------------
আবার,১০টা ৬০ মিনিট
-           ৬টা   ১৫ মিনিট।
-------------------------  - 
               ৫ টা ৪৫ মিনিট।

:. ৫ ঘণ্টা ৪৫ মিনিট স্কুল হয়।

৪। যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাও :
ক) (১) যোগ করো :১/৭+২/৭+৪/৭

উত্তর- :১/৭+২/৭+৪/৭
= ৭/৭=১

(2) বিয়োগ করো ঃ ১- ১/৪

উত্তর-   
      ১           ৪-১         ৩
১-  -----  =   --------  = ------ =৩/৪ (উত্তর)
       ৪            ৪            ৪

খ) চিকুর ৫ মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার ২ মিটার ৩০ সেন্টিমিটার
দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে, কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে?
উত্তর-
৫ মিটার – ২ মিটার ৩০ সেন্টিমিটার

  ৫ মিটার ০০ সেন্টিমিটার
- ২ মিটার  ৩০ সেন্টিমিটার
-------------------------------------
আবার,

  ৪ মিটার ১০০ সেন্টিমিটার
- ২ মিটার   ৩০ সেন্টিমিটার
-------------------------------------
  ২ মিটার  ৭০ সেন্টিমিটার (উত্তর)

:, ২ মিটার  ৭০ সেন্টিমিটার  লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে।

গ) ভাগফল নির্ণয় করো :
৪৮৪৮ ÷ ১৬
উত্তর-
       ৩ ০ ৩ (উত্তর)
       ------------
১৬ ]  ৪৮৪৮ [
         ৪৮
       --------------
                  ৪
                   ০
      ------------------
                     ৪ ৮
                      ৪৮
         ------------------
                          ০

ঘ) আমি বাড়ির সামনের টিউবওয়েল থেকে ৫ লিটার জার ভর্তি করে জল নিলাম। কিন্তু
জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে ৩ লিটার
২০০ মিলিলিটার জল আছে। তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেছে?
উত্তর-
৫ লিটার – ৩ লিটার ২০০ মিলিলিটার

   ৫ লিটার ০০০০ মিলিলিটার
– ৩ লিটার ২০০ মিলিলিটার2
---------------------------------------

আবার,

   ৪ লিটার ১০০০ মিলিলিটার
– ৩ লিটার  ২০০ মিলিলিটার
---------------------------------------
   ১ লিটার  ৮০০ মিলিলিটার (উত্তর)

ও) আজ ১২ই জানুয়ারী। স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা ১৮৬ জন ৩১টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসব।।প্রতি বেঞ্চে
কতজন করে বসব হিসাব করো।
উত্তর- ১৮৬ ÷ ৩১ = ৬
প্রতি বেঞ্চে ৬  করে বসব।

চ) ৩ মিলিমিটার = ১ সেন্টিমিটারের কত ভগ্নাংশ ? (সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে
প্রকাশ করো)
উত্তর- ১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার
:. ৩ মিলিমিটার ১০ মিলিমিটারের ৩/১০ ভগ্নাংশ।
সামান্য ভগ্নাংশ=৩/১০
দশমিক ভগ্নাংশে= ০.০৩

৫। যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও :
ক) (১) উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো ঃ ৫৪৮১ ÷ ৬৩
উত্তর- ৫৪৮১ ÷ ৬৩= ৮৭
(২) উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো ঃ ২১৩ × ২১
উত্তর- ২১৩ × ২১ = ৪৪৭৩
খ) আজ আমাদের স্কুলে ট্যাঙ্কে সকালবেলায় ৩৫ লিটার ৭৫০ মিলিলিটার জল ভর্তি করা
হয়েছে। বিকেলেও ১৮ লিটার ৫৮০ মিলিমিটার জল ভরা হয়েছে। কিন্তু সারাদিনে
আমরা ২৭ লিটার ৩৩০ মিলিলিটার জল ব্যবহার করেছি। এখন স্কুলের ট্যাঙ্কে কতটা
জল আছে, হিসাব করো।
উত্তর-  ট্যাঙ্কে মোট জল  ৩৫ লিটার ৭৫০ মিলিলিটার +১৮ লিটার ৫৮০ মিলিমিটার।
৩৫ লিটার ৭৫০ মিলিলিটার
+১৮ লিটার ৫৮০ মিলিমিটার
--------------------------------------
৫৩ লিটার ১৩৩০ মিলিলিটার

সারাদিনে  জল ব্যবহার হয়েছে ২৭ লিটার ৩৩০ মিলিলিটার ।
ট্যাঙ্কে জল আছে ৫৩ লিটার ১৩৩০ মিলিলিটার – ২৭ লিটার ৩৩০ মিলিলিটার ।

     ৫৩ লিটার ১৩৩০ মিলিলিটার
– ২৭ লিটার ৩৩০ মিলিলিটার
  ----------------------------------------
২৬ লিটার ১০০০ মিলিলিটার

বা , ২৬ লিটার ১০০০ মিলিলিটার
     + ১ লিটার - ১০০০ মিলিলিটার
  ----------------------------------------
   ২৭লিটার  (উত্তর)

গ) একটি নারকেল বাগানে ৩৫টি নারকেল গাছ আছে। প্রতিটি গাছ থেকে ১২৭টি করে
নারকেল পাড়া হয়েছে। মোট কতগুলি নারকেল পাড়া হল ? প্রতিটি ঝুড়িতে ২৫টি করে
নারকেল রাখা যাবে এমন কতগুলি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখতে?
উত্তর- নারকেল পাড়া হয়েছে ৩৫×১২৭= ৪৪৪৫টি।
প্রতিটি ঝুড়িতে ২৫টি করে
নারকেল রাখা যাবে এমন  ঝুড়ি লাগবে= ৪৪৪৫টি÷ ২৫ = ১৭৭.৮ টি
এখানে অংকে রাশি ভুল থাকা সম্ভাবনা আছে। আর না হলে ১৭৭ টি ঝুড়ি লাগবে। ৮টি নারকেল বাইরে থাকবে।

ঘ) (১) বিয়োগ করো ::- ৩৭৫ টাকা ৫০ পয়সা – ২০০ টাকা ৮৫ পয়সা।
উত্তর- ৩৭৫ টাকা ৫০ পয়সা
       – ২০০ টাকা ৮৫ পয়সা।
---------------------------------------
          ৩৭৫ টাকা ৫০ পয়সা
       – ২০০ টাকা ৮৫ পয়সা।
---------------------------------------

আবার,৩৭৪ টাকা ১৫০ পয়সা
          – ২০০ টাকা ৮৫ পয়সা।
---------------------------------------
            ১৭৪ টাকা ৯৫পয়সা (উত্তর)

(২) যোগ করো : ১৫ কিগ্রা ১৫০ গ্রাম + ৬ কিগ্রা ৯০০ গ্রাম
উত্তর-
১৫ কিগ্রা ১৫০ গ্রাম
+ ৬ কিগ্রা ৯০০ গ্রাম
--------------------–---
২১ কিগ্রা ১০৫০ গ্রাম
বা,  ২১ কিগ্রা ১০৫০ গ্রাম
       +১         - ১০০০
     -----------------------–---
     ২২ কিগ্রা  ৫০ গ্রাম

ঙ) পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বর্তমান বয়স ১২ বছর ৫ মাস হলে পিতার
বয়স কত? তাদের দুজনের মোট বয়স কত? ৩ বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত
ছিল?
উত্তর-  পুত্রের বর্তমান বয়স ১২ বছর ৫ মাস হলে পিতার বয়স হবে ১২ বছর ৫ মাস × ৩
১২ বছর ৫ মাস
× ৩
----------–------------
৩৬ বছর ১৫ মাস
বা, ৩৬ বছর   ১৫ মাস
     + ১  বছর - ১২ মাস
    ----------–------------
         ৩৭ বছর ৩ মাস

৩ বছর আগে পিতার বয়স ছিল=১২ বছর ৫ মাস
- ৩ বছর।=  ৯ বছর ৫ মাস
৩ বছর আগে পুত্রের বয়স ছিল=  ৩৭ বছর ৩ মাস  -  ৩ বছর = ৩৪ বছর ৩ মাস
৩ বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল
=৯ বছর ৫ মাস + ৩৪ বছর ৩ মাস
=৪৪৩  বছর ৮ মাস  (উত্তর)

৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোন ৪টি)

ক) ABC একটি ত্রিভুজ। যার AB বাহু ৫ সেন্টিমিটার, AC বাহু ৫ সেন্টিমিটার এবং BC বাহু
৭ সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ। ত্রিভুজটির পরিসীমা নির্ণয় কর। ১+২=৩
উত্তর- ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
ত্রিভুজটির পরিসীমা= ৫ সেন্টিমিটার+৫ সেন্টিমিটার+ ৭সেন্টিমিটার =  ১৭ সেন্টিমিটার।

খ) একটি লেবুকে সমান দু'ভাগ করা হল। একটি ভাগে কটি তল ও কী কী ?
উত্তর- একটি ভাগে দুটি তল  থাকে একটি সমতল অন্যটি বক্রতল।

গ) পাশের চিত্রের জমির পরিসীমা নির্ণয় কর।
উত্তর- পাশের চিত্রের জমির পরিসীমা = ১৮মি+১০মি+৬মি+১২মি+৬মি+৮মি÷১৮মি+৩০মি=১০৮ মি।

ঘ) আয়তক্ষেত্র একটি পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে কি বলে? অন্যদিককে কী বলা হয়?
উত্তর- আয়তক্ষেত্র একটি পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য  বলে।।
অন্যদিককে প্রস্থ বলা হয়।

ও) পাশের চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে?
উত্তর- পাশের চিত্রটিতে ছয়টি ত্রিভুজ আছে।





প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা) – ২০২৪
পূর্ণমান-১০০ বিষয় : সমাজ বিজ্ঞান (ইতিহাস ভূগোল) সময় ঃ ২ ঘন্টা ৩০ মিঃ

১। শূন্যস্থান পূরণ করো : (যে কোন দশটি )
ক) ভিজে জামাকাপড়..........কালে তাড়াতাড়ি শুকিয়ে যায়।
উত্তর:- শীত
খ) রেড পান্ডা........জেলায় দেখতে পাওয়া যায়।
উত্তর:- দার্জিলিং
গ) সকাল বেলা ছায়া পড়ে......দিকে।
. উত্তর:- পশ্চিম
ঘ) ...........কালে বিকেলে খেলার জন্য বেশী সময় পাওয়া যায়।
উত্তর:-  গ্রীষ্ম ববা গরম
ঙ) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল........।
উত্তর:- বৃহস্পতি
চ) মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হল..….....নামে একটি কুকুর।
উত্তর:- লাইকা

ছ)  ..........পাথর ঠোকাঠুকি করে আদিম মানুষ আগুন জ্বালাত ।
উত্তর:-চকমকি
জ) যন্ত্রপাতিকে ইংরেজীতে.........বলে।
উত্তর:-  টুল
ঝ) মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হল........।
উত্তর:- তামা
ঞ) মানুষ প্রথমে .............দিয়েই চাকা বানাত ।
উত্তর:-  কাঠ
ট) রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরী হয়........... নাচের কাহিনী।
উত্তর:- ছৌ
ঠ) ......... সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনও অধিকার নেই।
উত্তর:- খাসিয়া

২। সঠিক উত্তরটি বেছে লেখঃ ( যে কোন দশটি)
ক) গম্ভীরা পালা দেখা যায় - (মালদা /পুরুলিয়া/বাঁকুড়া)।
উত্তর:- মালদা

খ) টুসু পরব হয় - (ভাদ্র/পৌষ ফাল্গুন) মাসে।
উত্তর:- পৌষ
গ) শোলার কাজ যারা করেন তাদের বলা হয় - (কর্মকার/মালাকার/কুম্ভকার)।
উত্তর:- মালাকার
ঘ) অল্প সময়ে বেশী জমি চাষ করা যায় - (ট্রাক্টর/লাঙ্গল/কোদাল) দিয়ে।
উত্তর:- ট্রাক্টর
ঙ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হল - (পৃথিবী/বুধ/মঙ্গল)।
উত্তর:- বুধ
চ) চাঁদ একটি - (উপগ্রহ/গ্রহ/কৃত্রিম উপগ্রহ)।
উত্তর:- উপগ্রহ
ছ) পিনটেল একটি - (পশু/ পাখী/পোকার) নাম।
উত্তর:- পাখী
জ) রোগ হলে যাই - (চাষি /ডাক্তার/শিক্ষক) এর কাছে।
উত্তর:- ডাক্তার
ঝ) ইনস্যাট একটি - (কৃত্রিম উপগ্রহ/নক্ষত্র /গ্রহ) উত্তর:- কৃত্রিম উপগ্রহ

ঞ) জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে - (হলং/তিস্তা/হুগলী) নদী।
উত্তর:- হলং

ট) ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় - (দুপুর/বিকেল/সকাল) বেলায়।
উত্তর:- দুপুর

৩। বামদিকের শব্দগুলির সাথে ডানদিকের শব্দগুলি মেলাও :
বামদিক         ডানদিক

ক) সপ্তর্ষিমণ্ডল      ক) নৌকো
খ) গ্যালিলিও         খ) অঙ্গিরা
গ) সারিগান          গ) মেঘালয়
ঘ) খাসিয়া                ঘ) দূরবিন
উত্তর:-
ক) সপ্তর্ষিমণ্ডল       অঙ্গিরা
খ) গ্যালিলিও       দূরবিন
গ) সারিগান           নৌকো
ঘ) খাসিয়া               মেঘালয়

৪। যে কোনও দশটি প্রশ্নের উত্তর দাও :
ক) জলের অপর নাম জীবন কেন?
উত্তর:- জল ছাড়া কোন প্রাণী বা জীব বাঁচতে পারেনা। তাই জলের অপর নাম জীবন।

খ) ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরী হয়?
উত্তর:- আঠালো মাটি, কাগজের মন্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো  পাট,নকল চুল, পাখির পালক রাংতা, পুতি শলমা - চুমকি, এবং রং দিয়ে ছৌ নাচের মুখোশ তৈরি হয়।

গ) ডোকরা শিল্প কাকে বলে ?
উত্তর:- মৌ- মোম আর ধুনোর সাথে গলানোর পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা শিল্পকে ডোকরা শিল্প বলে। যেমন পিতলের ময়ূর।

ঘ) সারিগান কি?
উত্তর:- নৌকা চালনো, ছাদপেটা ,মাছ ধরার কাজ গুলোর সঙ্গে যে গান আছে সেগুলো কে সারিগান বলে।

ঙ) জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম লেখ।
উত্তর:- জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম - (১)হলংং নদী এবং(২)তোর্সা নদী।

চ) রাবারের চাকার সুবিধাগুলি লেখ।
উত্তর:- রাবারের চাকার সুবিধা গুলি হল(১) এতে হাওয়া ভরা যায়।
(২() চাকা হালকা হয় আপনি কম হয়। (৩) গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করে।

ছ) শরৎকালের দুটি ফুলের নাম লেখ।
উত্তর:- (১) শিউলি এবং (২) টগর

জ) গবাদি পশু কাদের বলে ?
উত্তর:- যেসব পশুকে চাষবাসের কাজে ব্যবহার করা হতো তাদের গবাদি পশু বলা হয়। যেমন গরু,মোষ।

ঝ) পাহাড়ী অঞ্চলে কী কী চাষ ভালো হয়?
উত্তর:- পাহাড়ী অঞ্চলে  ধান স্কোয়াশ ,ফুল ,চা ,কমলালেবু চাষ ভালো হয়।

ঞ) ধাতু চেনার দুটি উপায় লেখ।
উত্তর:-ধাতু চেনার দুটি উপায় (১) ধাতুকে আঘাত করলে ঢং করে শব্দ হবে।(২) রোদ পরলে চকচক করবে।

ট) গ্রীষ্ম ও শীত ঋতুর মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর:- (১)  গ্রীষ্ম ঋতুতে খুব গরম পরে>  শীত ঋতুতে শীত করে ।
(২) গ্রীষ্ম ঋতুতে বেলা বড় হয়। >  শীত ঋতুতে বেলা ছোট হয়।

৫। টীকা লেখঃ (যে কোনও চারটি)
৪x৪=১৬
(ক) যন্ত্রপাতি (tools)
(খ) ব্রোঞ্জ ধাতু 
(গ) কৃত্রিম উপগ্রহ
(ঘ) নকশি কাঁথা
(ঙ) লোককথা
উত্তর:-
(ক) যন্ত্রপাতি (tools)- মানুষ বুদ্ধি খাটিয়ে কঠিন কাজকে সহজে করে নেবার জন্য নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে থাকে। সেই যন্ত্রপাতি কে ইংরেজিতে বলে টুল। যেমন লগি, আঁকসি, টুল ,হাতুড়ি ইত্যাদি

(খ) ব্রোঞ্জ ধাতু  - আদিম মানুষ লোহার আগে তৈরি করেছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জ তামার চেয়ে ও শক্ত। আবার তামার চেয়েও সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র তৈরি করতে সুবিধা হল ।আমাদের দেশের পুরনো দিনের তামা ও বরঞ্জে তৈরি করে না খেলার মূর্তি পাওয়া যায়।

(গ)  কৃত্রিম উপগ্রহ -পৃথিবীর আবহাওয়া খবর নেওয়ার জন্য এবং মোবাইলে ফোনে কথা বলার জন্য মানুষ কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। যার সাহায্যে অনেক খবর অগ্রিম পাওয়া যায়। ভারতের একটি কৃত্তিম উপগ্রহ হল ইনসার্ট।

(ঘ) নকশি কাঁথা- সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা। কাঁথার গায়ে গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এসব ফুটিয়ে তোলা হতো। এগুলিকে বলা হয় নকশি কাঁথা-
(ঙ) লোককথা:-  লোকের মুখে যে কথাগুলি প্রচলন হয়ে আছে। যা আমাদের জীবনে কাজে লাগে। সেগুলিকে সব লোক কথা বলে।

৬। যে কোনও পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
উত্তর:-
ক) সন্ধানী যানগুলি কী কী কাজ করে?
উত্তর:- সন্ধানী যানগুলো সেখানকার অর্থাৎ সেই গ্রহের মাটি, সেখানকার পরিবেশ সেখানকার ধাতু পরীক্ষার কাজ করে।

খ) পুরোনো দিনের চাকার থেকে আজকে চাকায় কী কী পরিবর্তন ঘটেছে?
উত্তর:- পুরনো দিনের চাকা গুলি কাঠের তৈরি করা হতো। সেগুলি ভেঙে যেত। তারপর সেগুলি কে লোহার বেড় পড়ানো হতো। যাতে সেগুলি একটু শক্ত হয় । তারপর রাবারের চাকা আবিষ্কার হলো। সেগুলি খুব হালকা হলো এবং রবারের চাকা ওয়ালা গাড়ি গুলি তাড়াতাড়ি যেতে পারত।

গ) মানুষ গরুকে পোষ মানিয়েছে কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন ?
উত্তর:- গরু ছিল শান্ত স্বভাবে । আর বাঘ ছিল হিংস্র স্বভাবের। তাই মানুষ গরুকে পোষ মানতে পেরেছিল কিন্তু বাঘ কে।পোষ  মানাতে পারেনি।

ঘ) চাঁদের কলঙ্ক আসলে কী ?
উত্তর:- চাঁদের গায়ে যে  গহবর আছে।। যেগুলিতে সূর্যের আলো প্রবেশ করে না। সেখানটা কালো দেখায় ওটাকে চাঁদের কলঙ্ক বলে।

ঙ)সমাজে একজন আর একজনের ওপর কেন নির্ভর করে?
উত্তর:- সমাজে আমরা একে অপরের উপর নির্ভরশীল। খাবারের জন্য একে অপরের উপর নির্ভর করে।
চ) বিপন্ন বাসভূমি বলতে কী বোঝ ?
উত্তর:- বিপন্ন বাসভূমি বলতে পশুপাখিদের বাসস্থান বা আবাসস্থল সেগুলো নষ্ট হয়ে যাওয়া।

৭। পাঁচটি প্রশ্নের উত্তর দাও :
ক) (১) ক্ষুদ্র শিল্প কাকে বলে হয়? একটি উদাহরণ দাও।
উত্তর:- যেসব শিল্পী ছোট ছোট যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং কম লোকজন কাজ করে সেগুলিকে বলা হয় ক্ষুদ্র শিল্প। যেমন চানাচুর তৈরি কারখানা, ধুপ  বানানো।
(২) বড়ো শিল্প কাকে বলা হয়? একটি উদাহরণ দাও।
উত্তর:- যেসব শিল্পী বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং অনেক লোকজন  কাজ করে শিল্পকে বলা হয় বড় শিল্প যেমন রাইস মিল, হারভেস্টার তৈরি কারখানা।

খ) চকমকি পাথর কী ? মানুষ গুনকে একই সাথে ভয় ও ভক্তি করত কেন ?
উত্তর:- যে পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালানো হতো সেই পাথরকে চকমকি পাথর বলা।
দুটি চকমকি পাথর ঢোকাঠুকি লাগলে আগুন লেগে যেত তাই মানুষ ভয় ও ভক্তি করত।

গ) দিন ও রাত কেন হয় ?
উত্তর:- সূর্যকে সামনে রেখে পৃথিবীর লাট্টুর মত নিজের চারিদিকে পাক খাচ্ছে । তার ফলে সূর্যের যে অংশটি সামনে আসছে সেখানে দিন হয়। বিপরীত অংশে রাত হয়।

ঘ) জলসেচ ব্যবস্থা কী ? জলসেচের প্রয়োজনীয়তা কী?
উত্তর:- নদী বা কোন জলাশয় থেকে জলের ব্যবস্থা করে কৃষিকার্য করা কে বলা হয় জলসেচ ব্যবস্থা। এর প্রয়োজনীয়তা হল কৃষিকাজে প্রয়োজনীয় জল পাওয়া যাওয়া। এবং বিভিন্ন মরশুমে ভালো ফসল ফলানো ।

ঙ) আগেকার দিনে মানুষ কী কী কাজে পাথর ব্যবহার করত ?
উত্তর:- আগেকার মানুষ পাথরকে অস্ত্র তৈরি করতে, আগুন জ্বালাতে , গহনা তৈরিতে ,মূর্তি বানাতে, ঘরবাড়ি বানাতে ব্যবহার করত।

চ) পশুপালন বলতে কী বোঝো? পশুপালনের সুবিধা কী কী ?
উত্তর:- পশু পালন করতে বোঝায় পশুকে বসে এনে তাকে লালন পালন করে বড় করা পশু পালনের সুবিধা গুলি হল দুধ পাওয়া যায় এবং মাংস পাওয়া যায়। আবার কোন কোন পশু লোম ব্যবহার করা যায়।




Primary Education Development Board, W. B.
Primary Final Examination
(Scholarship Examination)
Full Marks 50       Subject: English
—2024
Time: 12 hours.

1. Fill in the blanks of the rhyme. (1) 6×1=6
Girls and Boys, come out to........
The moon is...........bright as day;
Leave your..…..….And.........and
with your play fellows into the.... your sleep,              4x1=4
Ans.

2. Mention the Proper Nouns in the following passage.
(নীচের অংশটি থেকে নামবাচক বিশেষ্যপদগুলি উল্লেখ করো)           4x1=4
India is our motherland. We have the Himalayas in the north, the
Indian Ocean in the south. The Bay of Bengal lies in the east.....
Ans.                    
Proper Nouns
1.India
2.Indian Ocean
3.Himalayas
4.Bengal

3. Match the column A with column B.
(কলাম A-এর সঙ্গে সঠিকভাবে কলাম B-কে মেলাও)
A
a) Apu and his cousin
must go to Burir math
b) Apu was anxious
c) Nasir hasn't come
d) It's a matter of prestige
B
i) because his mother is ill.
ii) for our village.
iii) by 4 O'clock.
iv) about his role in the match.
5x1=5
Ans.

4. Fill in the blanks with proper form of verbs (Any five).
(যে কোন ৫টি ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো)
Present.           Past
play.             ..........
........           happened
  .......                   gave
take                .........
........                   went
.......                     saw
.........                engaged
Ans.
Present.           Past
play.             played
happen       happened
Give                 gave
take                took
go                  went
See                 saw
engag            engaged

5. Encircle the adverbs. (Adverb গুলিতে গোল  দাগ দাও=

a) He ran quickly to the bus stop.
Ans.He ran quickly to the bus stop.

b) The teacher is thinking deeply.
Ans. The teacher is thinking deeply.

c) The wind is blowing gently.
Ans.
d) I always try to help others
Ans.always

6. Fill in the blanks with a, an or the.
(a, an অথবা the দিয়ে নীচের শূন্যস্থানগুলি পূরণ করো)

a) He is.....honest boy.
Ans. He is an honest boy.
b).........  elephant has a trunk.
Ans. An elephant has a trunk.
c) She is.......…girl.
Ans. She is a girl.

d) Birds fly in...... sky.
Ans. Birds fly in the sky.

e) It is...….. umbrella.
Ans. It is an umbrella.

7. Write six sentences about any one of the following.
(নিম্নলিখিত বিষয়গুলির যে কোন একটি সম্পর্কে ছয়টি বাক্য লেখো)
i) Your village ii) Kazi Nazrul Islam
iii) Friend
Ans.
i) Your village
My village name  is  Karimpur. The village is surrounded by trees. There is a primary school on the east side of the village. A river flows through the village on the south side. In our village, Hindus and Muslims all live together in harmony. The village is very small. Most of the people in the village earn their living by farming.
তোমার গ্রাম
আমার গ্রামের নাম করিমপুর। গ্রামটি চারিদিক গাছে ঘেরা। গ্রামের পূর্ব দিকে একটি প্রাইমারি স্কুল আছে। গ্রামে দক্ষিণ দিকে একটি নদী বয়ে গেছে। আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই একসাথে মিলেমিশে বাস করে। গ্রামটি খুব ছোট। গ্রামে বেশিরভাগ মানুষ চাষবাস করে জীবিকা নির্বাহ করে।
ii) Kazi Nazrul Islam
Poet Nazrul Islam was born on May 24, 1899. His birthplace was in the village of Churulia in Burdwan district. His father's name was Fakir Ahmed. And his mother's name was Jahela Khatun. Kazi Nazrul Islam had three brothers and one sister. He was named Dukhu Miah in his childhood. The songs written by him are known as Nazrul Geeti.
অনুবাদ-কবি নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ২৪ মে। তার জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে । তাঁর পিতার নাম ফকির আহমেদ। এবং মাতার নাম  জাহেলা খাতুন। কাজী নজরুল ইসলামরা ছিলেন তিন ভাই ও এক বোন। ছোটোবেলা তাঁর নাম রেখেছিলেন দুখু মিঞা। তার লেখা গানগুলি নজরুল গীতি নামে পরিচিত।

iii) Friend
Friend -
A friend is one of the most important companions in life. Every person shares happiness and sorrow with his friend at some point. Friends are sometimes good. Sometimes they are bad. If you have a good friend, you get a lot of help. With the help of friends, you can grow a lot. And if you have a bad friend, you go on the path of destruction. Many friends are made during your studies.
বন্ধু -
বন্ধু জীবনের একটি অন্যতম সঙ্গ। প্রত্যেক মানুষ একসময় তার বন্ধুর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেয়। বন্ধু অনেক সময় ভালো হয়। আবার অনেক সময় খারাপ হয়। ভালো বন্ধু পেলে মানুষ অনেক সাহায্য পায়। বন্ধু সাহায্যে মানুষ অনেক বড় হতে পারে। আর খারাপ বন্ধু পেলে মানুষ ধ্বংসের পথে এগিয়ে যায়। পড়াশুনা জীবনে অনেক বন্ধু গড়ে ওঠে।
8. Make sentences with any four of the following words.
(নিম্নলিখিত যে কোন ৪টি শব্দ দিয়ে বাক্য রচনা করো)

i) Independence Day  ii) Play iii) Match
iv) Teacher  v) Vacation
Ans.
i) Independence Day
প্রতিবছর ১৫ই আগস্ট আমাদের দেশে স্বাধীনতা দিবস পালিত হয়
  ii) Play -We play football in the afternoon.
আমরা বিকালে ফুটবল খেলি
iii) Match-Every year, a football match is held during Durga Puja.
প্রতি বছর দুর্গাপুজোয় একটি ফুটবল ম্যাচের প্রতিযোগিতা হয়
iv) Teacher-Teachers teach us.
শিক্ষক মহাশয়রা আমাদের শিক্ষা দেন
  v) Vacation -We have a one-week vacation in February.
ফেব্রুয়ারিতে আমাদের এক সপ্তাহ ছুটি আছে।

9. Read the following passage carefully and answer the questions
below.     4x2=8
(নীচের অংশটি পড়ো এবং পূর্ণবাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও)
Suddenly the train stopped with a jerk. He was brought back to the present. Some policemen were walking down the platform. They were coming towards his compartment. "Stay where you are. Don't move, we will search everyone," they announced. He realized at once that he had to escape. Quickly he found a
window with a broken grille.
i) How did the train stop?
Ans. Suddenly the train stopped with a jerk.

ii) Who were coming down the platform?
Ans. Some policemen were walking down the platform.

in) What did he realize?
Ans. He realized at once that he had to escape.

iv)What did he find?
Ans. Quickly he found a
window with a broken grille.