বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য এই আবেদন করা হয়েছে ? সিরাজদৌলা ও নাটক || দশম শ্রেণি
প্রশ্ন: 'বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। -কাদের উদ্দেশে এ কথা বলা হয়েছে? কোন্ দুর্দিনের জন্য তাঁর এই আবেদন?
উত্তর:- শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা' নাট্যাংশে নবাব সিরাজদ্দৌলা তাঁর প্রধান সিপাহসালার মীরজাফর, রাজবল্লভ, জগৎশেঠ, রায়দুর্লভ-এর উদ্দেশে এ কথা বলেছেন।
৷৷নবাবের সভাসদ জগৎশেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, মীরজাফর প্রমুখ ইষ্টইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে তাঁকে বাংলার মসনদ থেকে উৎখাত করতে চাইছিলেন। এ কথা স্পষ্ট হয়ে যায় মীরজাফরকে লেখা ওয়ার্টসের একটি চিঠি যখন নবাবের হাতে আসে। তবুও নবাব তাঁদের শাস্তিবিধান না-করে সৌহার্দ্যের ডাক দেন। নবাবের অকপট স্বীকারোক্তি। মীরজাফরদের চক্রান্ত যেমন অন্যায়, তেমন তাঁর নিজের বিরুদ্ধেও নানা অভিযোগ আছে। নবাব বুঝেছিলেন ইংরেজদের বিরুদ্ধে দেশীয় শক্তিকে একত্রীভূত করতে গেলে মীরজাফরদের সহায়তা প্রয়োজন। আর এজন্যই বাংলাকে ইংরেজদের হাত থেকে বাঁচাতে সিরাজ তাঁর সভাসদদের কাছে সৌহার্দ্য ও সহযোগিতার আশ্বাস চেয়েছেন।
তাঁর অনুরোধ তাঁরা যেন এই দুর্দিনে তাঁকে ছেড়ে না যান। বহিঃশত্রুকে পর্যুদস্ত করতে সিরাজ মতপার্থক্য, ন্যায়-অন্যায় ভুলে সকলের মধ্যে আন্তরিক বন্ধুত্ব ও সহৃদয়তার বীজ বপন করতে চেয়েছেন।