জোয়ার ভাটা নদীর নাব্যতাকে কিভাবে প্রভাবিত করে ? - Online story

Tuesday, 8 July 2025

জোয়ার ভাটা নদীর নাব্যতাকে কিভাবে প্রভাবিত করে ?

 


প্রশ্ন :- জোয়ারভাটা নদীর নাব্যতাকে কীভাবে প্রভাবিত করে?
উত্তর;- নদীর নাব্যতার ওপর জোয়ারভাটার প্রভাব: নদীর নাব্যতার ওপর জোয়ারভাটার প্রভাবগুলি হল -
(১) সঞ্চিত পলি অপসারণ: জোয়ারের সময় সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করলে নদীখাতে সহিত পলি অপসারণ করে নদীর নাব্যতা
করে।
(২) জলের পরিমাণ বৃদ্ধি: জোয়ারের ফলে নদীতে জলের পরিমাণ বেড়ে যায়। এর ফলে বড়ো বড়ো জাহাজ মালপত্র নিয়ে নদীবন্দরে প্রবেশ করতে পারে। আবার ভাটার সময় জাহাজগুলি নদীবন্দর থেকে সমুদ্রে ফিরে যেতে পারে।
(৩) আবর্জনামুক্ত নদীখাত: ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়লে নদীখাত গভীর হয়। অবশ্য কিছু ক্ষেত্রে জোয়ারের
জালের মাধ্যমে আসা পলি জমে নদীগর্ভ অগভীরও হয়ে যায়।