ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় কেন? - Online story

Saturday, 5 July 2025

ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় কেন?

 


প্রশ্ন ;- ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারে জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয় কেন?

উত্তর- ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হওয়ার কারণ: অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণে ভরা জোয়ার হয় বলে সমুদ্রের জলস্ফীতি প্রবল হয়। কিন্তু শুক্র ও কৃষ্ণ  পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পরস্পরের সমকোণে থেকে পৃথিবীতে আকর্ষণ করে। অর্থাৎ, চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করে বলে সমুদ্রের জলস্ফীতি অপেক্ষাকৃত কম হয়, যাকে মরা জোয়ার নামে অভিহিত করা হয়। এজন্যই দুই পক্ষের দুটি মষ্টমী তিথিতে সংঘটিত মরা জোয়ারের জলস্ফীতি ভরা জোয়ারের তুলনায় অপেক্ষাকৃত কম হয়।

প্রশ্ন:-  গঙ্গা নদীতে বান ডাকে কেন ?

উত্তর- গঙ্গা নদীতে বানডাকার কারণ: জোয়ারের সময় সমুদ্রের জলস্ফীত হয়ে মোহানা দিয়ে প্রবলবেগে ফুলেফেঁপে প্রায় 5-7 মিটার উঁচু হয়ে সশব্দে নদীতে প্রবেশ করে। সেই ধ্বনি বা আওয়াজকে বলা হয় ৰানডাকা।
বর্ষাকালে গঙ্গা নদীতে প্রায়ই বনডাকার ঘটনা ঘটে। গলা নদীতে বানডাকার কারণগুলি হল-
(১) গঙ্গা নদীর মোহানা ফানেল আকৃতির (অর্থাৎ নন্দী মোহানা বেশ প্রশস্ত কিন্তু নদীখাত অপেক্ষাকৃত সংকীর্ণ),
(২) নদীর মোহানায় অনেক চরা আছে,
(৩) বর্ষাকালে নদীতে প্রচুর জল থাকে এবং
(৪) বঙ্গোপসাগর থেকে জোয়ারের জল গঙ্গা নদীতে প্রবেশ করার সময় তা নদীর স্রোতে বাধাপ্রাপ্ত হয়।