ভরা কোটাল ও মরা কোটাল এর মধ্যে পার্থক্য লেখ
প্রশ্ন:- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর- ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য: ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—
ভরা কোটাল > মরা কোটাল
ধারণা - অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে বলে এই দুই তিথিতে প্রবল জোয়ার হয়, এরূপ জোয়ারকে ভরা কোটাল বা তেজ কোটাল বা ভরা জোয়ার বলা হয়।
> অষ্টমী তিথিতে পৃথিবীর অবস্থানের সাপেক্ষে চাঁদ ও সূর্য পরস্পর সমকোণে অবস্থান করে পৃথিবীরকে আকর্ষণ করে বলে জোয়ারের প্রাবল্য এই তিথিতে কম হয়, একে মর কোটাল বা মরা জোয়ার বলা হয় ।
অবস্থান:- সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে।
> সূর্য ও চাঁদ পৃথিবীর অবস্থানের সাপেক্ষে সমকোণে অবস্থান করে।
তিথি :- পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে এই জোয়ার হয়।।
> শুক্ল ও কৃয় পক্ষের অষ্টমী তিথিতে এই জোয়ার হয় ।
আকর্ষণের মাত্র:- চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির সম্মিলিত টানে ভরা কোটাল হয়, অর্থাৎ
আকর্ষণের মাত্রা এখানে আকর্ষণের মাত্রা প্রবল থাকে।
> চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পরের বিপরীতে কাজ করে বলে মরা কোটাল হয়, অর্থাৎ এখানে আকর্ষের মাত্রা যথেষ্ট হ্রাস পায়।
জোয়ারের প্রাবল্য ;-
জোয়ারের চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণের ফলে এই জোয়ারে জলস্ফীতি বেশি হয়।
> প্রবল চাঁদ ও সূর্যের বিপরীতমুখী আকর্ষণের ফলে জলস্ফীতি কম হয়।
প্রভাব;- ভরা কোটালে জলস্ফীতি বেশি হয় বলে জোয়ারের বিভিন্ন প্রকার অনুকূল প্রভাব-সহ ক্ষয়ক্ষতিরও যথেষ্ট সম্ভাবনা থাকে ।
> মরা কোটালে জলস্ফীতি কম হয় বলে এর প্রভাব সীমিত।