ভারতের কফি উৎপাদক অঞ্চল সময়ে সংক্ষিপ্ত আলোচনা কর - Online story

Tuesday, 17 June 2025

ভারতের কফি উৎপাদক অঞ্চল সময়ে সংক্ষিপ্ত আলোচনা কর

 



উত্তর- ভারতের কফি উৎপাদক অঞ্চলসমূহের সংক্ষিপ্ত আলোচনা করা হল-

1. কর্ণাটক : উৎপাদক জেলা: এই রাজ্যে কোদাগু, চিকামাগালুর, হাসান, মহীশূর, শিমোগা প্রভৃতি জেলায় কফি উৎপাদিত হয়।

উল্লেখযোগ্য তথ্য: [i] কর্ণাটক ভারতের শীর্ষস্থানাধিকারী কফি উৎপাদক রাজ্য। [ii] 2017-18 সালে উৎপাদিত কফির পরিমাণ 2.22

লক্ষ মেট্রিক টন।

2. কেরল: উৎপাদক জেলা: এই রাজ্যে ওয়াইনাড়, পালাক্কাড়, কোল্লাম জেলায় উৎপাদিত হয়।

উল্লেখযোগ্য তথ্য: [i] ভারতের দ্বিতীয় স্থানাধিকারী কফি উৎপাদক রাজ্য হল কেরল। [ii] 2017-18 সালে উৎপাদিত কফির পরিমাণ 65735 মেট্রিক টন।

3. তামিলনাডু : উৎপাদক জেলা: এই রাজ্যে নীলগিরি, সালেম, কোয়েম্বাটোর, মাদুরাই, তিরুনেলভেলি প্রভৃতি জেলায় কফি

উৎপাদিত হয়।

 উল্লেখযোগ্য তথ্য : [i] তামিলনাড়ু ভারতের তৃতীয় স্থানাধিকারী কফি উৎপাদক রাজ্য। [ii] 2017-18 সালে উৎপাদিত কফির পরিমাণ 17440 মেট্রিক টন।

4. অন্যান্য রাজ্যের উৎপাদক

জেলা : 1 অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরাকু উপত্যকা; 2 ওডিশার কোরাপুট,

রায়াগাড়া, কালাহাণ্ডি, কন্ধমাল জেলা; 3 মেঘালয়ের রিভোই, পূর্ব খাসি পাহাড়, পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলা; 4 অসমের কাছাড়

জেলায় কিছু পরিমাণ কফি উৎপাদিত হয়। উল্লেখযোগ্য তথ্য: 2017-18 সালে অন্ধ্রপ্রদেশের কফি উৎপাদন ছিল 9600 মেট্রিক টন।