ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও দশম শ্রেণীর ভূগোল - Online story

Monday, 14 April 2025

ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও দশম শ্রেণীর ভূগোল

 



★ ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বিবরণ দাও।

অথবা, ধান উৎপাদনের উপযোগী ভৌগোলিক অবস্থা বর্ণনা করো।

উত্তর-

ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ

ভারতের প্রধান কৃষিজ ফসল হল ধান। ধান উৎপাদনের জন্য অনুকূল

ভৌগোলিক পরিবেশগুলি হল—

1.প্রাকৃতিক পরিবেশ

(¡)  জলবায়ু: ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর উয়-আর্দ্র পরিবেশে ধানের চাষ হয়। 

(¡¡) উন্নতা: ধান চাষের জন্য গড়ে 20°সে-30°সে

উয়তা প্রয়োজন।

 [¡ii] বৃষ্টিপাত : ধান চাষের জন্য বার্ষিক 100-. 200 সেন্টিমিটার বৃষ্টিপাত বাঞ্ছনীয়। ধানের চারা বড়ো হওয়ার সময় প্রতি মাসে 12.5 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি হলে ধানের ফলন ভালো হয়। পাশাপাশি ধান পাকা ও কাটার সময় শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া প্রয়োজন।


2 মৃত্তিকা: [i] দোআঁশ মাটি ও পলিমাটি: উর্বর দোআঁশ মাটি এবং নদী উপত্যকার পলিমাটি ধান চাষের পক্ষে আদর্শ।

[ii] অপ্রবেশ্য কাদামাটি : পলিমাটির নীচে অপ্রবেশ্য কাদামাটির স্তর থাকলে জমিতে জল জমে থাকে, যা ধান চাষের পক্ষে সহায়ক হয়।


¡¡) ভূমির প্রকৃতি। জমিতে জল জমে থাকলে যান সবচেয়ে ভালো জন্মায়। তাই নদী উপত্যকা ও বদ্বীপ সমভূমি ধান চাষের জন্য বিশেষ উপযোগী।


(¡v) ভূমির উচ্চতা: সাধারণত সমুদ্রপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠের থেকে সামান্য উঁচুতেই ধানের চাষ হয়। তবে, কেরলের আলাপ্পুঝা জেলাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার চেয়ে নীচু অঞ্চলেও ধানের চাষ হয়। আবার, দেরাদুন (435 মি), কাশ্মীর উপত্যকা (1850 মি) এবং মুসৌরি (2006 মি)-তেও ধানের চাষ করা হয়।



2 অর্থনৈতিক পরিবেশ:-

শ্রমিক: জমি কর্ষণ করা, আগাছা পরিষ্কার করা, চারা লাগানো, শস্য ঝাড়াই করা প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়।

(3) অন্যান্য: উচ্চফলনশীল বীজ, সার (জৈব ও রাসায়নিক), কীটনাশক, জলসেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি ব্যবহারের সুবিধা পাওয়া গেলে ধানের উৎপাদন বাড়ে। এসবের জন্য প্রচুর মূলধনেরও প্রয়োজন হয়। সর্বোপরি চাহিদা বা বাজারও ধান চাষকে প্রভাবিত করে।

ছাড়া, বর্তমানে ধান ভারতের অনেক স্থানে বাণিজ্যিক ফসল হিসেবে পরিগণিত হচ্ছে। তাই উন্নত পরিবহণ ব্যবস্থা ধান চাষকে আরও।লাভজনক চাষে পরিণত করতে পারে।