রবীন্দ্রনাথের গোরা উপন্যাসে জাতিবাদী চরিত্র বিশ্লেষণ কর
![]() |
প্রশ্ন:-রবীন্দ্রনাথের 'গোরা' উপন্যাসের জাতীয়তাবাদী চরিত্র বিশ্লেষণ করো।
উত্তর:- ভূমিকা : ১৯০৫ খ্রিস্টাব্দের বাংলা স্বদেশি আন্দোলন গোটা দেশে যে জাতীয়তাবাদের উদবোধন ঘটিয়েছিল তা ছিল এই 'গোরা' উপন্যাসটির পটভূমি।
প্রেক্ষাপট : 'গোরা' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রগুলির ((গোরা), আনন্দময়ী, পরেশবাবু, বিনয়, ললিতা, সুচরিতা ও কৃষ্ণদয়াল) মাধ্যমে উনিশ শতকের সনাতন হিন্দুধর্ম ও ব্রাহ্মধর্মের মধ্যে সংঘাতকে তিনি তুলে ধরেন।
[২] মান্যতার আদর্শ: ‘গোরা” উপন্যাসের মূল চরিত্র ‘গোরা'-র মধ্যে দিয়ে রূপ পেয়েছে রবীন্দ্রনাথের উদার প্রেমভিত্তিক বিশ্ব মানবতার আদর্শ ।
৩. রাজনৈতিক চেতনা : স্বদেশি আন্দোলনের মধ্যে দিয়ে জাতির বন্ধন মুক্তির যে প্রয়াস, রাজনৈতিক চেতনার বিকাশ, রবীন্দ্রনাথ তাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু স্বদেশি উন্মাদনার মধ্যে দিয়ে হিংসার যে প্রকাশ খাটে জীন্দ্রনাথ মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন সমস্তরকম সাকীর্ণতা থেকে রাজনীতির মুক্তি।
বন্ধনদশার মুক্তি : কোথায় আমাদের দুর্বলতা, স্বাধীনতার লাভের আগে উজারে আর আমাদের অন্তরের বন্ধন দশাকে কাটিয়ে উঠতে পারি, তার পথ খোঁজার জন্যেও আবেদন
জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। তিনি 'গোরা' চরিত্রের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন স্বদেশীয়ানার চাইতে অনেক বড় মানবতা ও মনুষ্যত্বের সাধনা
সংকীর্ণ জাতীয়তাবাদী সমালোচনা:- গোরা'র মধ্য দিয়ে রবীন্দ্রনাথ সংকীর্ণ জাতীয়তা তীব্র সমালোচনা করেছিলেন ।হিন্দু সমাজের অন্ধ অনুদারতাকে ভৎসনা জানিয়েছিলেন গোটা ভারতবর্ষে জীবন দর্শন গোরা উপন্যাস গোরা চরিত্রটি মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে।