সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সময় ও গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের - Online story

Friday 27 September 2024

সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান সময় ও গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের


 সময় ও গতি
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর


একটি বা দুটি বাক্যে উত্তর দাও
প্রশ্ন;-পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেই বন্ধুকে কী বলে?
উত্তর > পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেই বস্তুকে গতিশীল বস্তু বা সচল বস্তু বলে।

প্রশ্ন- গতিশীল বা সচল বস্তুর অবস্থাকে কী বলে?
উত্তর>> গতিশীল বা সচল বস্তুর অবস্থাকে গতি বলে।

প্রশ্ন-গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরে—এটি কী জাতীয় গতি?
উত্তর >> গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরে—এটি ঘূর্ণন গতি।

প্রশ্ন- একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়—এটি কী জাতীয় গতি ?
উত্তর >> একটি গাড়ির চাকা গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়—এটি চলন গতি।

প্রশ্ন;;অভিকর্ষের প্রভাবে উল্লম্বভাবে পতনশীল পাথরখণ্ডের গতি কী প্রকারের?
উত্তর>> অভিকর্ষের প্রভাবে উল্লম্বভাবে পতনশীল পাথরখণ্ডের।গতি হল চলন গতি।

প্রশ্ন:;চলন্ত মোটরগাড়ির চাকায় কোন্ কোন্ গতি ক্রিয়াশীল হয় ?
উত্তর >> চলন্ত মোটরগাড়ির চাকায় চলন ও ঘূর্ণন গতি একই সঙ্গে ক্রিয়াশীল।

প্রশ্ন;- চলন গতি কী প্রকারের গতি?
উত্তর >> চলন গতি হল সরলরৈখিক গতি।


প্রশ্ন:. ঘূর্ণন গতি কী প্রকারের গতি?
উত্তর>> ঘূর্ণন গতি হল সামতলিক বৃত্তাকার গতি।


প্রশ্ন:- সরণের মান কখন অতিক্রান্ত দূরত্বের সমান হয় ?
উত্তর>>  কোনো বস্তুকণা যখন সরলরৈখিক পথে কোনো একটি নির্দিষ্ট দিকে গতিশীল থাকে তখন বস্তুটির সরণের মান বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত দূরত্বের সমান হয়।

প্রশ্ন:- ত্বরণহীন সচল বস্তুর বেগের প্রকৃতি কেমন হয় ?
উত্তর »» ত্বরণহীন অবস্থায় সচল বস্তুর বেগ ধ্রুবক থাকে অর্থাৎ বস্তুটি সমবেগে গতিশীল হয়।


প্রশ্ন :-কয়েকটি স্থির বস্তু এবং কয়েকটি গতিশীল বস্তুর উদাহরণ দাও।
উত্তর >> কয়েকটি স্থির বস্তু — ঘরবাড়ি, গাছপালা, পাহাড়পর্বত।
কয়েকটি গতিশীল বস্তু – চলন্ত রেলগাড়ি, উড্ডীয়মান বিমান, উড়ন্ত পাখি, নদীর স্রোত।

প্রশ্ন:- ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি কী ধরনের গতি?
উত্তর>> ভূপৃষ্ঠে পতনশীল পাথরখণ্ডের গতি সরল চলন গতি।

প্রশ্ন:;ঘূর্ণায়মান পাখার গতি কী ধরনের গতি?
উত্তর:->> ঘূর্ণায়মান পাখার গতি আবর্ত গতি।


প্রশ্ন:; ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি?
উত্তর>> ঘড়ির কাঁটার গতি আবর্ত গতি।

প্রশ্ন:-নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ?[ পর্ষদ নমুনা প্রশ্ন]
উত্তর->> নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়।


প্রশ্ন:-জাড্য কত প্রকার ও কী কী?
উত্তর>> জাড্য দুই প্রকার, যথা—স্থিতিজাড্য এবং গতিজাড্য।

প্রশ্ন:-নিউটনের কোন্ সূত্রকে জাড্যের সূত্র বলে?
উত্তর>> নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলে।

প্রশ্ন:- কোনো বস্তুর ভর বেশি হলে জাড্য বেশি হবে, না কম হবে?
অথবা, বস্তুর ভর ও জাড্যের মধ্যে সম্পর্ক কী?
>> বস্তুর ভর বেশি হলে জাড্য বেশি হবে। ভরই হল জাড্যের পরিমাপক।

প্রশ্ন:- নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় ?
উত্তর>> নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়।

প্রশ্ন:- নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ লেখো।
উত্তর >> নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ : F = ma
এক্ষেত্রে, F = বস্তুর ওপর প্রযুক্ত বল; m = বস্তুর ভর;
a = বস্তুর ত্বরণ।

প্রশ্ন:-ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর ওপর প্রযুক্ত হয়।
উত্তর>> ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হয না, দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়।

প্রশ্ন:- শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায় ?
উত্তর>> যেহেতু শক্তিকে মোট কৃতকার্যের দ্বারা মাপা হয়, তাই শক্তি বেশি থাকলেই বেশি কার্য করা যায়।

প্রশ্ন:- নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয় ?
উত্তর>> নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়।

প্রশ্ন:;সমবেগে চলমান বস্তুর ওপর কোনো বল ক্রিয়া করে কি?
উত্তর » সমবেগে চলমান বস্তুর ওপর কোনো বল ক্রিয়া করে না।

প্রশ্ন; সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে ?
উত্তর- সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ শূন্য হবে।

প্রশ্ন:;কার্য কাকে বলে ?
উত্তর» কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগবিন্দুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য (work) করেছে বলা হয়।

প্রশ্ন:- কার্যহীন বলের উদাহরণ দাও।
উত্তর» অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল।

প্রশ্ন:- কার্য করার হারকে কী বলে?
উত্তর» কার্য করার হারকে ক্ষমতা বলে।

প্রশ্ন;-কোনো পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে ওর উন্নতা বৃদ্ধি পায় কেন?
উত্তর» পতনশীল বস্তু মাটিতে আঘাত করলে বস্তুর গতিশক্তির কিছু অংশ তাপশক্তিতে রূপান্তরিত হওয়ায় উয়তা বৃদ্ধিপায়।
 
প্রশ্ন:; বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে?
উত্তর» বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে।

প্রশ্ন:;কোন্ শক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড়ো বড়ো পাথরখণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে ?
উত্তর > গতিশক্তির সাহায্যে পাহাড়ি নদীর জল বড়ো বড়ো পাথরখণ্ডকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারে।
[32] কার্য (W), বল (F) এবং সরণ (d) -এর মধ্যে সম্পর্ক কী?
>> কার্য (W) = বল (F) x সরণ (d)

প্রশ্ন:; এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো হয়, তবে কী পরিমাণ কাজ করা হয়েছে বলা হয় ?

উত্তর;-এক নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো হয়, তবে এক জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয়।


প্রশ্ন:; 'প্রিন্সিপিয়া' গ্রন্থের লেখক কে?
» 'প্রিন্সিপিয়া' গ্রন্থের লেখক হলেন স্যার আইজ্যাক
নিউটন।

প্রশ্ন:-স্যার আইজ্যাক নিউটনের উল্লেখযোগ্য অবদানগুলি কী?
উত্তর » স্যার আইজ্যাক নিউটনের উল্লেখযোগ্য অবদানগুলি
হল—তাঁর গতিসূত্র, মহাকর্ষ সূত্র, সূর্যরশ্মির বর্ণালি,
আলোর কণিকা তত্ত্ব, দ্বিপদ উপপাদ্য, কলনবিদ্যা (Calculas) ইত্যাদি।



প্রশ্ন:; গতি কাকে বলে?
উত্তর >> চারপাশের বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে এবং তার এই বিশেষ অবস্থাকে গতি (motion) বলে।

প্রশ্ন;- গতি কত প্রকার ও কী কী?

উত্তর>> গতি দুই প্রকার। যথা—
চলন গতি ও 2 ঘূর্ণন গতি বা আবর্ত গতি।


প্রশ্ন:;চলন গতি কাকে বলে? উদাহরণ
দাও।

উত্তর >> স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু
সরলরেখা বরাবর চলতে থাকলে
ওই বস্তুর গতিকে চলন গতি (translational motion) বলে।এই গতিতে বস্তুর প্রতিটি কণা
একই বেগে একই দিকে সমান্তরালভাবে গতিশীল হয়।
>> উদাহরণ: অভিকর্ষের প্রভাবে
উল্লম্বভাবে পতনশীল পাথরখণ্ড বা
বলের গতি।

প্রশ্ন:; ঘূর্ণন গতি বা আবর্ত গতি কাকে
বলে? উদাহরণ দাও ।

উত্তর >> স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বস্তুর ক্ষিপ্ত গতিকে ঘূর্ণন গতি বা আবর্ত গতি (rotational motion) বলে।
উত্তর>> উদাহরণ: বৈদ্যুতিক পাখার গতি, পৃথিবীর বার্ষিক গতি, সাইকেলের চাকার ঘূর্ণন ইত্যাদি।

প্রশ্ন- মিশ্র গতি কাকে বলে? উদাহরণ দাও ।
উত্তর>> কোনো বস্তুর একই সঙ্গে চলন ও ঘূর্ণন গতি থাকলে, বস্তুটির গতিকে মিশ্র গতি (complex motion) বলে।
>> উদাহরণ: চলন্ত মোটরগাড়ির চাকায় চলন ও ঘূর্ণন একই সঙ্গে ক্রিয়াশীল। গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘোরে—এটি ঘূর্ণন গতি। আবার চাকাটি গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয়—এটি চলন গতি।
চিত্র : চাকার মিশ্র গতি

প্রশ্নঃ- সমদ্রুতি কাকে বলে ?
উত্তর >> কোনো গতিশীল বস্তুকণা যদি সর্বদা একই সময়ের ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুকণাটির দ্রুতিকে সমদ্রুতি বলে।

প্রশ্ন:;অসমদ্রুতি কাকে বলে ?

উত্তর >> কোনো গতিশীল বস্তুকণা যদি একই সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে, তবে বস্তুকণাটির দ্রুতিকে অসমদ্রুতি বলে। অসমদ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয় করতে হয়।